বেইলি রোডের আগুনে প্রাণ গেল তরুণ চিত্রগ্রাহকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৪ পিএম, ৩ মার্চ,রবিবার,২০২৪ | আপডেট: ০৯:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চাকরি ও পড়াশোনার পাশাপাশি দুই বছরের বেশি সময় ধরে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন তুষার হাওলাদার। বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা গেছেন এই চিত্রগ্রাহক। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন তাঁর কয়েকটি তথ্যচিত্রের পরিচালক নিলয় লরেন্স।
নিলয় লরেন্স আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষার হাওলাদার সম্প্রতি তাঁর গ্র্যাজুয়েশন অধ্যায় শেষ করেছেন। ১০ মার্চ ছিল তাঁর সমাবর্তন অনুষ্ঠান। কথা ছিল সেই অনুষ্ঠানে থাকবেন। অথচ আজ সকালে জানতে পারলেন এই দুর্ঘটনার খবর।
তুষার হাওলাদারের এমন মৃত্যুসংবাদ মানতে পারছেন না তাঁর ডজনখানেক তথ্যচিত্রের পরিচালক নিলয় লরেন্স। বললেন, ‘তুষার খুবই পরিশ্রমী এবং বিনয়ী ছিল। ২০২২ সালে ওর সঙ্গে আমার পরিচয়। শুনেছি তারও এক বছর আগে থেকে তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত ছিল। এরপর আমরা একসঙ্গে দলিত সম্প্রদায় নিয়ে একটি তথ্যচিত্রে প্রথম কাজ করি। “টোয়েন্টি ফাইভ ইয়ারস জার্নি অব দলিত”নামের এই তথ্যচিত্রের পর আমরা আরও ডজনখানেক তথ্যচিত্রে কাজ করি।’
কথা হয় মশিউর রহমানের সঙ্গে, তিনি ২০২০ সাল থেকে ‘টার্নিং টকস বাংলাদেশ’ নামের একটি অনুষ্ঠান নির্মাণ করছিলেন। তাঁর সঙ্গেও ২৫টি পর্বে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তুষার। মশিউর রহমান বলেন, ‘আমাদের এই অনুষ্ঠানে একাধিক চিত্রগ্রাহক কাজ করতেন। তুষার তাঁদেরই একজন। যখনই প্রয়োজন, তাঁকে ডাকলেই ছুটে আসতেন। ভীষণ কাজপাগল ছিলেন। আগ্রহটাও ছিল নতুন কিছু করার। তাঁর এমন মৃত্যুর খবর খুবই কষ্টের।’
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক শিক্ষার্থী তুষার হাওলাদার বিশ্ববিদ্যালয়ের পড়ার সময়ও বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে নিলয় লরেন্স জানান, তুষার একটি বেসরকারি প্রতিষ্ঠানে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করছিলেন।