শুটিংয়ে আহত শাকিব খান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:২৭ এএম, ১৪ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:৪৮ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি তাঁর বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। শুটিং আপাতত স্থগিত।
‘আগুন’ চলচ্চিত্রের কিছু অংশের শুটিং বাকি ছিল। গতকাল সোমবার সকাল থেকেই ঢাকার আফতাবনগরে এই চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিং করছিলেন। মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের একপর্যায়ে আহত হন শাকিব খান।
ইউনিট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান। এরপর শুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে যান। দ্রুত তাঁর এক্স-রে করানো হয়।
শাকিব খানের পরিবারের পক্ষে তাঁর ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ বলেন, চিকিৎসক এক্স-রে রিপোর্ট দেখে জানান, বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তাই তাঁকে বাসায় নিয়ে আসা হয়।
শাকিব খান বলেন, ‘আমি এখন বাসায় আছি। চিকিৎসক কয়েক দিন পূর্ণবিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। কিছু ওষুধপথ্য দিয়েছেন। দুই দিন পর আবার চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।’
এদিকে ‘আগুন’ চলচ্চিত্রের ইউনিট-সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, মারপিটের কয়েকটি দৃশ্যের শুটিং শেষে আবারও পরবর্তী দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব খান। জাম্প স্প্রিং যে মরিচা পড়া, এটা কেউই খেয়াল করেনি। লাফ দিতে গিয়েই ওখান থেকে দুর্ঘটনার সূত্রপাত। তবে কেউ কেউ এ ধরনের দুর্ঘটনা শুটিং ইউনিটের অবহেলা হিসেবে দেখছেন।
‘আগুন’ ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম। আগামী ঈদে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু।