চঞ্চল চৌধুরী যেন অবিকল মৃণাল সেন!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৬ পিএম, ১৪ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৩:৪৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন ভারতের বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি। প্রয়াত বাঙালি পরিচালকের ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'পদাতিক' নামটিকেই তার বায়োপিকের জন্য বেছে নিয়েছেন সৃজিত।
আর সৃজিতের 'পদাতিক'-এ মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু এসব তো পুরনো তথ্য। নতুন চমক হিসেবে সিনেমায় চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে আজ। আর তা দেখে যারপরনাই উচ্ছ্বসিত দুই বাংলার সিনেমাপ্রেমীরা। সেই চশমার ফ্রেম, তেমনই চাহনি, সিগারেট ধরার একই রকম কায়দা- ছবিতে যেন অবিকল মৃণাল সেন হয়ে ধরা দিয়েছেন চঞ্চল চৌধুরী!
মৃণাল সেনের চরিত্রের জন্য মোট ছয়টি লুক তৈরি করা হয়েছে চঞ্চল চৌধুরীর। মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের জাদু আর প্রস্থেটিক মেকআপের সাহায্যে চঞ্চল চৌধুরী হয়ে উঠেছেন মৃণাল সেন। অন্যদিকে মৃণাল-জায়া গীতা সেনের চরিত্রে এই ছবিতে দেখা যাবে মোনামি ঘোষকে। তার চরিত্ররূপও প্রকাশিত হয়েছে শুক্রবার।
জানা গেছে, মোনামির মুখের আদলের সঙ্গে গীতা দেবীর বেশ মিল থাকাতেই এই চরিত্র গিয়েছে মোনামির ঝুলিতে। এই ছবিতে তরুণ মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে কোরক সামন্তকে, অন্যদিকে মৃণাল ও গীতার একমাত্র পুত্র কুণাল সেনের চরিত্রে থাকছেন সম্রাট চক্রবর্তী। ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনসের ব্যানারে তৈরি হচ্ছে 'পদাতিক'।
পরিচালক সৃজিত মুখার্জির এই ছবিতে মৃণাল সেনের জীবনের ব্যপ্ত পরিসর ফুটে উঠবে। এক সাক্ষাৎকারে সৃজিত জানিয়েছেন, 'পরিচালক, রাজনৈতিক ধ্যান-ধারণা, স্বামী এবং পিতার ভূমিকা- মৃণাল সেনের চারটি সত্ত্বাই এই ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি'। উল্লেখ্য যে, মৃণাল সেনের প্রতিটি চলচ্চিত্রেই তার সামাজিক ও রাজনৈতিক দর্শন প্রতিফলিত হয়েছে। প্রয়াত পরিচালকের সেই জীবনবোধ ও রাজনৈতিক চেতনার সঠিক মূল্যায়ন করাটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে সৃজিত মুখার্জির সামনে।
শুরুতে ওয়েব সিরিজ আকারে মৃণাল সেনের বায়োপিক তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন সৃজিত, তবে পরে মত পাল্টে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন।
আগামী ১৫ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হবে 'পদাতিক'-এর শুটিং। মৃণাল সেনের পুত্র কুণাল সেনের কাছ থেকে এই সিনেমা নির্মাণের অনুমতি নিয়েছেন সৃজিত। শোনা যাচ্ছে, ছবির খুঁটিনাটি নিয়ে নিয়মিত যোগাযোগ রয়েছে দুজনের। আগামী বছর মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী। তাকে ঘিরে তিনটি প্রজেক্টের কাজ চলছে টলিউডে। সৃজিত বাদে টলিউডের আরও দুই পরিচালক, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অঞ্জন দত্তও শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন 'কলকাতা ট্রিলজি'র স্রষ্টাকে।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি 'পালান'-এর গল্প তৈরি হয়েছে মৃণাল সেনের 'খারিজ' ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে। আর অঞ্জন দত্ত তৈরি করছেন একটি পার্সোনাল ফিচার ফিল্ম। মৃণাল সেন ও নিজের ব্যক্তিগত কথোপকথোনের উপর নির্ভর করে তৈরি হচ্ছে এই ছবি।