এমপি মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী মাহিয়া মাহি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৪ পিএম, ২৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৩৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী মাহিয়া মাহি।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম কিনে মাহিয়া মাহি বলেন, ‘রাজনীতির মূলনীতি হলো মানুষের সেবা। আর বড় পরিসরে মানুষের সেবা করতে হয়ে রাজনৈতিক দল থেকে করতে হয়। সেখান থেকে উৎসাহী হয়ে আমি আওয়ামী লীগের হয়ে উপ-নির্বাচন করার চিন্তা করি। আমি মানুষের সেবা করতে চাই। ভালো কাজ করতে গেলে অনেক বাঁধা আসবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি। তিনি যেভাবে এগিয়ে যান আমিও সাহস নিয়ে সেভাবে এগিয়ে যেতে চাই।’
নিজের এলাকা নিয়ে মাহি বলেন, আমার দুটি উদ্দেশ্য আছে। এক, আমার নির্বাচনী এলকা অনেকাংশে পিছিয়ে আছে। সেই জায়গা থেকে তাদের সেবা নিশ্চিত করা। দুই, বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতো পরিমাণ উন্নয়ন করেছেন- সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা।
মাহির কথায়, আজ মনোনয়ন কিনেছি। যদি মনোনয়ন পাই তবে সামনের দিনগুলো আওয়ামী লীগের কাজ নিয়ে ব্যস্ত থাকবো। যদি না পাই তুবুও আওয়ামী লীগের হয়ে আজীবন কাজ করবো।
প্রসঙ্গত, সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।