দুবাইয়ে আটক উরফি জাভেদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১৪ এএম, ২০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:১০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দুবাইয়ে গিয়ে বিপাকে পড়লেন ভারতের সোশ্যাল মিডিয়ার বিতর্কিত তারকা উরফি জাভেদ।
দুবাইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে ফটোশুট করার অভিযোগে স্থানীয় পুলিশের হাতে আটক হলেন উরফি। তার এই ধরনের আচরণের কারণে বাতিল হয়েছে তার ভারতে আসার টিকিটও। সব মিলিয়ে বেশ বড়সড় বিপাকে পড়েছেন উরফি।
বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে রয়েছেন তিনি। সেখান থেকে নানা ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছিল। কখনও সমুদ্র সৈকতে, কখনও নাইট ক্লাবে ফূর্তি করতে দেখা গিয়েছে উরফি।
এরই মাঝে এক বন্ধুর তৈরি পোশাক পরে শুট করতে গিয়েই বিপাকে পড়েন সুন্দরী। এক সংবাদমাধ্যমকে উরফি জানিয়েছেন, তিনি অসুস্থ। ল্যারংজাইটিস হয়েছে তার।
দুবাইয়ের চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। তারই মাঝে এই গণ্ডগোলে কিছুটা টেনশনে রয়েছে উরফি।