এবার রাজ-বুবলী জুটি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১৭ এএম, ১২ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:১১ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বড়পর্দায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শরিফুল রাজ। বেশ প্রশংসিতও হয়েছে তাদের জুটি। কিন্তু শেষ দিকে এসে পরীমনির প্রতিক্রিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।
এদিকে প্রেম, বিয়ে, সন্তান— সবকিছু নিয়ে সুনামি বয়ে গেছে নায়িকা শবনম বুবলীর ওপর দিয়ে। বহুদিন তাকে কোনো সিনেমায় অভিনয় করতেও দেখা যায়নি।
এবার শরিফুল রাজের সঙ্গে ‘দেওয়ালের দেশ’ নামে একটি চলচ্চিত্রে জুটি বাঁধছেন শবনম বুবলী। অনুদানের এ সিনেমাটি নির্মাণ করছেন মিশুক মনি। ৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
রাজের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে বুবলী বলেন, এটিই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান তিনি। সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।
শরিফুল রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত শুটিং করি, সারা দিন ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগের ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে সিনেমার চরিত্রগুলো।