পরীমণির দুঃখ কমাতে রাজের কাণ্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:২৮ এএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৪৮ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বর্তমান বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতে রয়েছে পুরো বিশ্ব। ফুটবল উন্মাদনায় অন্যান দেশের মতো বাংলাদেশও এগিয়ে। বিশ্বকাপ ফুটবলের আসরে এদেশে ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের সমর্থকরা জার্সি আর পতাকায় রাঙিয়ে তোলেন নিজেদের। এদিক থেকে পিছিয়ে নেই তারকারা। এর মধ্যে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। এই তারকা দম্পতি দু’জন দুই দলের সমর্থক। রাজ ব্রাজিল ও পরীমণি আর্জেন্টিনার সমর্থক।
গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) ‘সি গ্রুপে’ আর্জেন্টিনা দল নিজেদের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হারে। মেসির দলের পরাজয়ে স্বাভাবিকভাবে মন খারাপ নায়িকার। তবে তার দুঃখ কমাতে চেষ্টা চালিয়েছেন স্বামী রাজ।
গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ফেসবুক হ্যান্ডেলে পরী একটি স্ট্যাটাসে লেখেন, উনি ব্রাজিল সাপোর্টার, মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে। কেমনডা লাগে?