ঢাকা মাতালেন নোরা ফাতেহি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৩৯ এএম, ১৯ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:২৮ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার মাটিতে পা রাখেন বলিউড সুপারস্টার নোরা ফাতেহি। সব বাধা পেরিয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। অংশ নেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।
অনুষ্ঠান শেষে নোরা জানান, সুযোগ পেলে আবার ঢাকায় আসবেন তিনি।
রাত সাড়ে ৯টায় মঞ্চে উপস্থিত হন তিনি। উড়ন্ত চুমু দর্শকের উদ্দেশে ছুড়ে দিয়ে সবাইকে ধন্যবাদ জানান ‘গরমি গার্ল’খ্যাত নোরা।
মঞ্চে এসে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করেন বলিউড গ্লামারস গার্ল নোরা। একজন পাওয়ারফুল নারী হিসেবে বাংলাদেশের নারীদের উৎসাহী করতে তিনি বলেন, নিজেকে এগিয়ে নিতে একজন নারীকে আত্মবিশ্বাসী হতে হবে। সেই সঙ্গে নিজের প্রতি বিশ্বাসও রাখতে হবে যে তিনিই সবথেকে সেরা।
নোরা আরও বলেন, নারী হিসেবে নিজের অবস্থান শক্ত করে গড়ে তুলতে শিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই। উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে ৩০ মিনিটের মতো ছিলেন নোরা।
বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বার ঢাকায় আসেন নোরা। বাংলাদেশের মানুষের ভালোবাসা আর আতিথেয়তায় মুগ্ধ এই জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী জানান, সুযোগ পেলে আবার বাংলাদেশ সফর করবেন তিনি।
অনুষ্ঠানে অংশ নিলেও মঞ্চে দর্শকের জন্য কোনো নাচে অংশ নেননি তিনি। ঢাকায় অবস্থানকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অবস্থান করেন বলিউড এই সুপার স্টার।