বান্দ্রার বিলাসবহুল বাড়ি কিনলেন জাহ্নবী কাপুর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:২১ এএম, ৫ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বলিউড তারকা জাহ্নবী কাপুর। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘মিলি’। এরই মধ্যে খবর, মুম্বাইয়ের বান্দ্রার মতো বিলাসবহুল জায়গায় ৬৫ কোটি রুপি দিয়ে বিলাসবহুল ডুপ্লেক্স কিনেছেন জাহ্নবী। ৮৬৬৯ স্কোয়ার ফুটের এই ডুপ্লেসটি অক্টোবরের ১২ তারিখে রেজিস্ট্রেশন করেছেন জাহ্নবী ও তার বাবা বনি।
বান্দ্রা হল মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল এলাকা। এখানেই বলিউডের অধিকাংশ তারকার বসবাস। সমুদ্রের কিনারে অবস্থিত এই জনপদে থাকতে হলে প্রত্যেককেই বিপুল অর্থ খরচ করতে হয়। সেই অভিজাত বাসিন্দাদের তালিকায় এবার নাম জুড়ল জাহ্নবীর।
গত জুলাই মাসে জুহুতে নিজের বিলাসবহুল ট্রিপ্লেক্স ফ্ল্যাট অভিনেতা রাজকুমার রাওয়ের কাছে বিক্রি করেন জাহ্নবী। ২০২০ সালে ৩৯ কোটি টাকা দিয়ে জুহুতে এই ট্রিপ্লেক্স ফ্ল্যাট কিনেছিলেন তিনি। এটি জুহুর আরায়া বিল্ডিংয়ের ১৪, ১৫ এবং ১৬ তলায় রয়েছে সেই ফ্ল্যাট।
ছোট থেকেই বলিউডের সঙ্গে যোগ রয়েছেন জাহ্নবীর। পরিবারের সকলেই প্রায় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। মা সুপারস্টার শ্রীদেবী এবং বাবা প্রযোজক বনি কাপুর। তাই জাহ্নবীর বলিউডে পা রাখার বিষয়টা অবাক হওয়ার মতো কিছু নয়।
২০১৮ সালে ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন। এরপর বড় পর্দায় এবং ওটিটিতে একাধিক কাজ করেছেন। গুঞ্জন সাক্সেনা ছবিতে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।