দেশজুড়ে চলছে রাজের রাজত্ব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৩:০৩ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় যাত্রা শুরু শরিফুল রাজের। এরপর ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ দিয়ে তিনি তার কাজের প্রমাণ দিয়েছেন। সেই থেকে রাজের বৃহস্পতি তুঙ্গে।
বর্তমানে এই অভিনেতার তিন সিনেমা ‘পরাণ’, ‘হাওয়া’ আর ‘দামাল’ কাপিয়ে বেড়াচ্ছে দেশজুড়ে।
মজার বিষয় হচ্ছে, রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে রাজের তিনটি সিনেমাই এখন প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ চলছে ১১০ দিনের বেশি সময় আর মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ চলছে ৯১ দিন ধরে। আর সবশেষ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে রায়হান রাফি ‘দামাল’ সিনেমাটি।
দেশের আধুনিক দুই প্রেক্ষাগৃহেই এখন রাজত্ব করে বেড়াচ্ছে শরিফুল রাজ।
এর মধ্যে আবার নতুন খবর- কলকাতায় আয়োজিত চতুর্থ ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হচ্ছে রাজ অভিনীত ‘হাওয়া’ সিনেমাটি। আর দেশে জয় করে ‘পারাণ’ও কাপিয়েছে বিদেশের মাটি। সঙ্গে আছে ‘হাওয়া’র গল্পও।
এখন এর সঙ্গে যুক্ত হওয়ার পথে ‘দামাল’র নামটিও। কারণ গতকাল দেশের প্রেক্ষাগৃহে হলভর্তি দর্শক নিয়ে এটি প্রদর্শিত হয়েছে। সব মিলিয়ে বলা যায়, সময় এখন রাজের।