শাকিবের সঙ্গে যেভাবে প্রেম হলো বুবলীর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪৯ পিএম, ১৫ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:২৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর বিয়ে এবং সন্তান নিয়ে শোবিজপাড়ায় এখনো চলছে তুমুল আলোচনা। যদিও শুরুতে এ দুই তারকাই প্রেম আর বিয়ের বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে সম্প্রতি তারা নিজেরাই প্রকাশ্যে আনেন তাদের বিয়ে খবর। প্রকাশ্যে আসে তাদের সন্তান শেহজাদ খান বীরও। তবে এখনো অনেকের কৌতূহল, শাকিব-বুবলীর প্রেম হলো কীভাবে?
এবার সে প্রশ্নের উত্তর দিলেন বুবলী। বললেন, ‘‘বসগিরি’র আগে ‘প্রিয়া রে’ নামে আরেকটি সিনেমা নিয়ে কথা হচ্ছিল। ফলে শুটিংয়ের আগ থেকেই তার সঙ্গে কিছুটা জানাশোনা হয়েছিল। তা ছাড়া সিনেমার মাধ্যমেই শাকিব খানকে প্রথম চিনেছি, দেখেছি। বসগিরির শুটিংয়ের শেষের দিকে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর একটা সময় বিয়ে ও সন্তান।’
ছয় বছর আগে শুরু হওয়া প্রেম, বিয়ে আর সন্তানের বিষয়টি এতদিন কেন গোপন ছিল জানতে চাইলে চিত্রনায়িকা বলেন, ‘দেখুন, আমি কিন্তু সন্তানের বিষয়টি গোপন করিনি। যদি গোপন রাখতে চাইতাম, তাহলে তাকে পেটে নিয়ে শুটিংয়ে যেতাম না। বাবু যখন আমার পেটে এসেছে, তখন থেকেই আমার কাজের সেক্টরের সবাই এ ব্যাপারে কম-বেশি জানতেন। এটি ওপেন সিক্রেট ছিল। ‘বীর’ সিনেমার শুটিংয়ে আমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়। তাছাড়া আমাদের দুজনের পরিবার, কাছের মানুষ সবাই জানতেন। সুতরাং এটিকে তো গোপন বলে না।’
বুবলী আরও জানান, তাদের সন্তানের শেহজাদ খান নামটি শাকিবেরই দেওয়া। সন্তান হওয়ার পর নামের একটি তালিকা বুবলীকে দিয়েছিলেন শাকিব। ওই তালিকায় প্রথম নাম ছিল শেহজাদ খান। আরবিতে এই নামের অর্থ রাজার ছেলে। তালিকার প্রথম নামটিই পছন্দ করেন শাকিব। তবে বীর নামটি বুবলী ও তার মা রেখেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই সুপারস্টার শাকিবের সঙ্গে বিয়ে হয় বুবলীর। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।