সারাক্ষণ কান্না করছে পূজা চেরি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২৮ এএম, ১২ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:২৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
‘ভালোবাসার রঙ’ ছবিতে শিশুশিল্পী হিসাবে চলচ্চিত্র জগতে প্রথম কাজ করেছিলেন পূজা চেরি। ‘পোড়ামন- ২’ সিনেমায় পরি চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। শিশুশিল্পী হিসেবে পর্দায় হাজির হওয়া পূজা চেরি এখন পুরোদস্তুর নায়িকা।
সম্প্রতি শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনে তোলপাড় ঢালিউড পাড়া। এমনকি এটাও শোনা যাচ্ছে, তার কারণেই নাকি শাকিব খান ও বুবলীর সম্পর্কে চিড় ধরেছে। বিষয়টি নিয়ে বিরক্ত এই নায়িকা। এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে পূজা জানিয়েছেন, যারা এ ধরনের গুজব রটাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।
এদিকে, মেয়েকে নিয়ে এমন গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন মা ঝর্ণা রায়। পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কী করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।’
পূজার মা ঝর্ণা রায় আরও বলেন, ‘যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কী মজা পাচ্ছে?’
তিনি বলেন, ‘এসব সংবাদের কারণে আমাদের কী অবস্থা— কেউ কি একবার চিন্তা করেছেন? তাই সবার কাছে হাতজোড় করে বলি, আমার মেয়েটা ছোট। দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’
এর আগে, গুঞ্জন নিয়ে পূজা তার ফেসবুকে লিখেছিলেন, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’
ক্ষোভ প্রকাশ করে সবশেষে পূজা লিখেছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি- দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হবো, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’