অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৩৭ এএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৭:২৬ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
স্ত্রীকে হারালেন অভিনেতা আনিসুর রহমান মিলন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্ত্রী পলি বেগম মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের সময় রোববার সকাল ১১টা ৫৭ মিনেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আনিসুর রহমান মিলন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন।
ফেসবুক পেজে তিনি লিখেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে ১১টা ৫৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি রহমান থাকতেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। ওখানেই চিকিৎসা চলছিলো তার। গত কয়েকবছর তাই মিলনের কেটেছে বাংলাদেশ টু আমেরিকা সফরে। শুটিংয়ে কয়েকদিনের বিরতি পেলেই লস অ্যাঞ্জেলেসে দৌড়েছেন মিলন। সময় দিয়েছেন স্ত্রীকে। এজন্য মিলনকে অভিনয়ে নিয়মিত পাওয়া যায়নি।
শোকপ্রকাশ করে অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন।