ক্ষমা চাইলেন আমির খান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২০ পিএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:০৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আমির খানের ছবি মানেই প্রত্যাশার পারদ তুঙ্গে। কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর ছবি ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবি হয়েছে বক্স অফিসে। এমনকি সমালোচক ও সিনেমাপ্রেমীদের মনেও জায়গা করে নিতে পারেনি ‘লাল সিং চাড্ডা’। এ কারণে নেট দুনিয়ায় আমিরকে রীতিমতো ক্ষতবিক্ষত করছেন বিদ্রুপকারীরা। তাঁর ছবিকে বয়কটের ডাক দিয়েছেন। তাঁর ছবির প্রদর্শনী বন্ধের দাবিতে ভারতের নানা প্রান্তে বিক্ষোভ হয়েছে।
‘লাল সিং চাড্ডা’ নিয়ে এত বিতর্ক হলেও অভিনেতা ছিলেন চুপ। গত ১১ আগস্ট ছবিটির মুক্তির পর কোনো প্রতিক্রিয়া জানাননি। অবশেষে নীরবতা ভেঙে আমির খান একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওর মাধ্যমে তাঁর ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন অভিনেতা।
কালজয়ী হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’–এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই ছবিকে ঘিরে যে সমালোচনার ঝড় উঠেছে, তা থামার কোনো নাম নেই। এমনকি ছবির নির্মাতারাও এর ভরাডুবির দায় আমিরের কাঁধে চাপিয়েছেন।
গতকাল জৈন ধর্মের ক্ষমা প্রার্থনার দিন ছিল। এই উপলক্ষে আমির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে তিনি ভক্তদের উদ্দেশে বলেছেন, ‘মিচ্ছামি দুক্কড়ম (আমার ভুল–ভ্রান্তি ক্ষমা করো)। আমরা সবাই মানুষ। আর ভুল–ভ্রান্তি আমাদের হয়েই থাকে। কখনো কথার মাধ্যমে, কখনো নিজের ব্যবহারে, আবার কখনো বা অজান্তে। কখনো রেগে, আবার কখনো হাসি-মজার মাধ্যমে। কখনো কথা না বলে। আমি যদি কোনোভাবে কখনো আপনাদের মনে আঘাত দিয়ে থাকি, সে জন্য শারীরিক ও মানসিকভাবে ক্ষমা চাইছি।’
আমিরের এই পোস্টের পর অধিকাংশ ভক্ত তাঁর পাশে দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, ‘নিজেকে শক্ত রাখুন আমির। আপনাকে তো চার বছরে একবার গালমন্দ আর সমালোচনার মুখোমুখি হতে হয়। এদিকে অক্ষয় কুমারকে তো সব সময় এসব শুনতে হয়।’
আরেকজনের মন্তব্য, ‘আমির, এত দুর্বল হয়ে পড়েছেন কেন? আপনি কোনো অন্যায় করেননি। তাহলে শুধু শুধু ক্ষমা চাইছেন কেন? আপনি ইতিমধ্যে আপনার জীবনে অনেক অদ্ভুত কাজ করেছেন। তাহলে আজ এসব কেন? অকারণ কারোর সামনে মাথা নত করবেন না।’
আমিরের এক ভক্ত লিখেছেন, ‘আপনি কোনো ভুল করেননি স্যার। তাই ক্ষমা চাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার পরবর্তী ছবি এমন আনুন যে সবার মুখ বন্ধ হয়ে যাবে।’ আরেকজন লিখেছেন, ‘শুধু কারিনা কাপুরকে ছবিতে নেবেন না। তুর্কি ও আইএসআইদের থেকে দূরে থাকুন। তাহলে এসব নাটক করার প্রয়োজন হবে না।’
‘লাল সিং চাড্ডা’ নির্মাণের জন্য নির্মাতাদের ঝুলি থেকে ১৮০ কোটি রুপি বের হয়ে গেছে। ছবিটি বক্স অফিস থেকে প্রায় ৮০ কোটি আয় করেছে। নির্মাতাদের লোকসান হয়েছে ১০০ কোটির মতো। এমনকি ছবিটিকে ওটিটি প্ল্যাটফর্মে বেচেও ভালো আয় করতে পারছিলেন না নির্মাতারা।
শুরুতে শোনা গিয়েছিল যে ১৫০ কোটির বিনিময়ে আমিরের ছবিটিকে ওটিটিতে বিক্রি করা হবে। বক্স অফিসে এই ছবির শোচনীয় অবস্থা দেখে ওটিটি প্ল্যাটফর্মগুলোও মুখ ফিরিয়ে নিয়েছিল। অবশেষে ‘লাল সিং চাড্ডা’-র সঙ্গে নেটফ্লিক্সের এক চুক্তি হয়েছে। ছবিটি সম্ভবত দিওয়ালির সময় নেটফ্লিক্সে মুক্তি পাবে।