এটা আমার দেশ, আমি এখানেই থাকব : শাকিব খান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫৩ এএম, ১৭ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৩০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দীর্ঘ ৯ মাস পর দেশের মাটিতে পা রাখলেন বাংলা সিনেমার ‘রাজকুমার’ শাকিব খান।
আজ বুধবার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন তিনি। এ সময় তাকে শুভেচ্ছা জানান সকাল থেকেই বিমানবন্দরের বাইরে অপেক্ষারত তার হাজারো ভক্ত-দর্শক।
বিমানবন্দর থেকে বের হওয়ার পর শাকিবকে ঘিরে ধরেন অপেক্ষমাণ ভক্ত ও সাংবাদিকরা। এ সময় এই নায়ক বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এত মিস করেছেন, ভালোবেসেছেন। আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতদিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পরপর এয়ার হোস্টেজকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’
এরপরই তাকে প্রশ্ন করা হয়, কোন কাজগুলোতে নজর দেবেন তিনি? মুচকি হেসে শাকিব বললেন, ‘মাত্রই তো দেশে এলাম। আগামীতে কী কাজ করব তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলতে পারি, স্পেশাল খবর আসছে। সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। আমার চেষ্টা ছিল সবসময়ই বাংলা ছবির জন্য কিছু করার। আমাদের বাণিজ্যিক ছবি বিশ্ববাজরে ছড়িয়ে দেওয়ার কাজ করেছি। একটা জিনিস বুঝতে হবে, সিনেমার জন্য ভাষা কোনো ফ্যাক্ট না। কোরিয়ান ছবি, তামিল ছবি, অন্য ইন্ড্রাস্টির ছবি বিশ্ব বাজারে দাঁপিয়ে বেড়াচ্ছে। আমাদেরও সেদিকটা নিয়ে কাজ করতে হবে।’
আমেরিকায় থাকার সময়ে কাজ প্রসঙ্গে এই তারকা বলেন, ‘আমার মূল লক্ষ্য ছিল বিশ্ববাজারে বাংলা ছবির ভালো অবস্থান তৈরি করা। এ কারণে একটা ছবির মহরত করেছি নিউইয়র্কে। আমেরিকান ক্রু নিয়ে যার কাজ হবে। আরও ইন্টারন্যাশনাল প্রজেক্টসহ নানা কাজ হবে। চাই বিশ্ববাজারে ছড়িয়ে পড়ুক বাংলা ছবি।’
এদিকে শোনা যাচ্ছে, মাত্র মাস তিনেকের জন্য দেশে ফিরেছেন শাকিব। এরপর আবার পাড়ি দেবেন আমেরিকা। বিষয়টি হেসেই উড়িয়ে দিয়ে এই অভিনেতা বলেন, ‘এটা আমার দেশ, আমি এখানেই থাকব। আমি আবার কোথায় যাব?’
উচ্ছ্বাস প্রকাশ করে এই চিত্রনায়ক আরও বলেন, ‘আমি ঠিক জানতাম না, এত লোকজন আসবে। ফেসবুকে অত ডিটেইল কিছু দেখতে পারিনি। যতটুকু দেখেছি, তাদের এই ভালোবাসার কাছে আমি সবসময়ই কৃতজ্ঞ।’
এদিকে, শাকিব খানের আগমন উপলক্ষে সকাল থেকে বিমানবন্দরে ব্যানার-ফেস্টুন হাতে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল তার ভক্তরা। দেশের বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র প্রিয় নায়ককে একবার দেখার জন্য এসেছেন তারা।