ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা মুখার্জি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩০ এএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:০২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
পরনে কালো রঙের বেনিয়ান পাঞ্জাবি আর সাদা রঙের চুনোট ধুতি। পায়ে কোলাপুরি চটি। নাক, গলা, আঙুলে ঝলমলে পাথরের মিনাকারি গহনা। হাতে কালো রঙের ঘড়ি। এমন সাজে ফ্রেমবন্দি হয়েছেন অন্য এক স্বস্তিকা। এ অভিনেত্রীর ফেসবুকে পোস্ট করা বেশ কিছু ছবিতে তাকে ‘বাঙালি বাবু’ সাজে দেখা যায়। এ নিয়ে জোর আলোচনা চলছে নেটদুনিয়ায়।
স্বস্তিকার এই পোশাকের ডিজাইন করেছেন কলকাতার অভিষেক রায়। এ পোশাক পরে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। কিন্তু এমন সাজে কেন ধরা দিলেন স্বস্তিকা মুখার্জি?
এ প্রশ্নের উত্তরে অভিষেক বলেন—‘এদিন লিঙ্গভেদ মোছার বার্তা দিতে চেয়েছেন স্বস্তিকা। ইদানীং, পুরুষ অনায়াসে নারীর জন্য তৈরি বারোহাতি শাড়িতে নিজেকে জড়াচ্ছেন! দাড়ি-গোঁফ শোভিত চেহারাতেই ঘাড়ের কাছে হাতখোঁপা। তারা পারলে নারীরা নয় কেন? এমন বৈপ্লবিক বার্তা তো স্বস্তিকাই দিতে পারেন! তাই তাকেই মনের মতো করে ‘পুরুষালি’ পোশাকে সাজিয়েছি।’
এই সাজে স্বস্তিকাকে দেখে উপস্থিত সকলে থমকে গিয়েছিলেন। তা জানিয়ে অভিষেক বলেন, ‘প্রথমে সবাই থমকে গিয়েছিলেন। কিন্তু স্বস্তিকা তো স্বস্তিকাই। তাই নিজের জোরে সবার হাততালি আদায় করে নেন।’
স্বস্তিকার এ ছবি নিয়ে অন্তর্জালে আলোচনা চলছে। অধিকাংশ নেটিজেন তার ভূয়সী প্রশংসা করছেন। এ বিষয়ে স্বস্তিকা বলেন, ‘নারী প্রতিদিনই দেবী; এটা অস্বীকার করার উপায় নেই। বিশ্বাস করুন, আমরা শক্তিশালী। এজন্য যাচাইয়ের প্রয়োজন নেই।’