যতদিন বাঁচব পেট ফেটে বের হওয়া বাচ্চাটিকে দেখাশোনা করব : বর্ষা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১১ এএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৭:০২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো মুক্তির এতদিন পরে এসেও সগৌরবে চলছে। বেশ কিছু সিনেমা হল এখনো হাউজফুল। এসব চিত্র যেন জানান দিয়ে যাচ্ছে বাংলা সিনেমার সুদিন ফিরছে।
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ৩ সিনেমার একটি হলো 'দিন-দ্য ডে'। দীর্ঘ ৮ বছর পর অনন্ত জলিল ও বর্ষা জুটির সিনেমা মুক্তি পায়। মুক্তির আগে থেকেই আলোচনায় থাকা সিনেমাটি মুক্তির পরও আলোচনায়।
১০ জুলাই মুক্তির থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় দর্শকের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন এই তারকা দম্পতি। গেল শনিবার (৩০ জুলাই) রাজধানীর যমুনা ব্লকবাস্টারে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘দিন দ্য ডে’র বিশেষ শো-এর আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা।
সিনেমার শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষা বলেন, ‘একটা সিনেমা রিলিজ হলে আমরা হলে গিয়ে উল্লাস করতে পারি, মজা করতে পারি। কিন্তু যারা শারীরিক প্রতিবন্ধী আছেন, তারা সেই আনন্দ থেকে বঞ্চিত হোন। তারা ফিল করে আমরাও যদি এভাবে হাঁটতে পারতাম, তাদের মতো মজা করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আমার কাছে ভীষণ ভালো লাগছে, এখানে নানান বয়সী মানুষ এসেছেন। তারা যে এত গরমে সিনেমাটি দেখার জন্য এসে ধৈর্য নিয়ে বসে আছে, এটাই বড় পাওয়া।’
সেই সঙ্গে অভিনেত্রী বর্ষা আরও বলেন, ‘আপনারা জানেন, ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে একটি বাচ্চা বের হয়ে গেছে। আমি যখন নিউজটা দেখলাম, খুব কষ্ট পেয়েছিলাম। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিলো, সে যেন আমারই মেয়ে। কখনও যদি আমার মেয়ে হয়, এমনই হবে। তখন আমি ময়মনসিংহের ডিসির সঙ্গে কন্টাক্ট করি। বাচ্চাটি কেমন আছে, কোনোকিছু লাগবে কিনা- জানতে চাই। এরপর আমি বাচ্চাটাকে হেল্প করেছি। সেই অ্যামাউন্টটা এখন বলতে চাই না। ভেবেছিলাম, ফ্রি হলে বাচ্চাটিকে দেখতে যাবো। কেন জানিনা মনে হচ্ছিলো সে আমারই মেয়ে। শুক্রবার রাতে নিউজে দেখলাম সেই বাচ্চাকে ঢাকায় আনা হয়েছে। খুব শিগগিরিই আমি বাচ্চাটাকে দেখতে যাবো। আমি বর্ষা, যতদিন বেঁচে থাকি, সুস্থ থাকি ততোদিন যাতে বাচ্চাটাকে দেখাশোনা করতে পারি (দূর থেকে হলেও)।’
অনন্ত জলিল-বর্ষা অভিনীত আলোচিত সিনেমা ‘দিন-দ্য ডে’ বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন মুর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা জুটির ৭ম সিনেমা ‘দিন-দ্য ডে’। ঈদের দিন থেকে দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় শত কোটি বাজেটের এই সিনেমাটি।
‘দিন-দ্য ডে’ সিনেমাতে একজন আন্তর্জাতিক সংস্থার পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে অনন্ত জলিলকে। সিনেমায় দেখা গেছে, নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন তিনি। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।