রণবীর-শ্রদ্ধার সিনেমা সেটে অগ্নিকাণ্ড, নিহত- ১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:২১ এএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১০:৩৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কিছু দিন আগেই পরিচালক লাভ রঞ্জনের সিনেমার শ্যুটিং এর জন্য স্পেনে গিয়েছিলেন রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর। তবে বিদেশের শ্যুটিং পর্ব শেষ করে তারা এখন শ্যুট করছেন মুম্বাইতে।
তবে সেই সিনেমার সেটেই ঘটে আকস্মিক এক দুর্ঘটনা। ঘটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। পরিচালক লাভ রঞ্জনের সিনেমার সেটের পাশেই শ্যুটিং করছিলেন সানি দেওলের ছেলে রাজবীর। রাজশ্রী প্রোডাকশনের সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করছেন তিনি। ওই অঞ্চলে শট চলছিল রাজবীরের। সেই সময় আগুন লাগার ঘটনাটি ঘটে। রাজশ্রীর শ্যুটও বন্ধ রাখা হয়েছে। কাস্ট আর ক্রুকেও বাড়ি পাঠিয়ে দিয়ে শ্যুটিং প্যাকআপ করে দেয়া হয়েছে।
এদিকে এই দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুপার হাসপাতালের চিকিৎসক সাদাফুলে নিশ্চিত করেছেন মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকায় লেভেল ২ অগ্নিকাণ্ডের পরে ৩২ বছর বয়সী এক পুরুষকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আন্ধেরি পশ্চিমের চিত্রকূট স্টুডিওতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সেখান থেকে কালো ধোঁয়া উড়ে যাওয়ার ছবি ও ভিডিও অনলাইনের মধ্যেই ভাইরাল। মুম্বাই ফায়ার ব্রিগেডের মতে, ২৯ জুলাই রাত সাড়ে দশটার দিকে আগুন নিভে যায়।
এদিকে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের শিগগিরই মুম্বাই শিডিউল শুরু করার কথা ছিল, তবে এই দুর্ঘটনার কারণে শ্যুটিং বিলম্বিত হয়েছে।