রঞ্জিত মল্লিকের বাড়িতে অতিথি আলমগীর-রুনা লায়লা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:০৪ এএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০১:১৩ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কলকাতার সিনেমায় কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অতিথি হয়েছেন বাংলাদেশের নন্দিত তারকা দম্পতি আলমগীর-রুনা লায়লা। ঈদের দাওয়াত হিসেবে এই আমন্ত্রণ।
সেই আনন্দঘন মুহূর্তের ছবি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন রুনা লায়লা। ছবিতে রঞ্জিত মল্লিক, তার স্ত্রী দীপা মল্লিক ও কন্যা কোয়েল মল্লিকের সঙ্গে হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন আলমগীর-রুনা।
পবিত্র ঈদুল আজহা কলকাতায় উদযাপন করেছেন আলমগীর ও রুনা লায়লা দম্পতি। এই খবর শুনেই দাওয়াত দিয়েছেন রঞ্জিত মল্লিক।
এ নিয়ে রুনা লায়লা বলেন, ‘কলকাতায় এলেই এখানকার বন্ধু ও ভালোবাসার মানুষদের বাড়িতে বেড়াতে যাওয়া লাগে। রঞ্জিত মল্লিক সাহেবের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। কলকাতায় এসেছি শুনেই তাঁরা দাওয়াত করেছেন। তাই বিকেলে তাঁদের বাসায় গিয়েছিলাম। সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে এসেছি।’