মা-বাবা হলেন নওশীন-হিল্লোল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:২৩ এএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৩৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
মা-বাবা হয়েছেন তারকা দম্পতি নওশীন ও হিল্লোল।
গতকাল বুধবার (১৩ জুলাই) তাঁদের ঘরে এসেছে নবজাতক।
যুক্তরাষ্ট্রের উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে তাঁদের কন্যাসন্তান জন্ম নেয়। মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা। মা ও সন্তান সুস্থ রয়েছে। এসব তথ্য জানিয়েছেন এই তারকা দম্পতি।
মা হওয়ার খুশির খবর ফেসবুকে জানিয়ে নওশীন লিখেছেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এবং আদনান ফারুক সন্তানের জনক-জননী হয়েছি। আমাদের জুনিয়রের নাম রেখেছি মাহভীশা আদনান সৈয়দা। আমাদের মেয়েসন্তানটি ১৩ জুলাই নিউইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে জন্মগ্রহণ করেছে। এটা আমাদের জন্য দারুণ অনুভূতি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন।’ স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি ছবি। একটি ছবিতে দেখা যায়, মায়ের কোলে মাহভীশা। আরেকটি ছবিতে নওশীনের পাশে বসে আছেন হিল্লোল। তাঁর কোলে মেয়ে। দুজনই হাসিখুশি। তবে মাহভীশাকে এখনই ভক্তদের দেখাতে চান না এই দম্পতি।
নওশীন ও হিল্লোল দম্পতিকে মা-বাবা হওয়ার খবরে শুভকামনা জানিয়েছেন টেলিভিশন, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকারা। অভিনন্দন জানিয়েছেন সুবর্ণা মোস্তফা, শহীদুজ্জামান সেলিম, শিহাব শাহীন, চঞ্চল চৌধুরী, মাসুম রেজা, অমিতাভ রেজা, অপি করিম, তারিন, দীপা খন্দকার, পূর্ণিমা, রওনক হাসান, শাহনাজ খুশি, কোনাল, ফারজানা চুমকি, মৌসুমি নাগ, নাজিয়া অর্ষা, তানজিকা আমিন, টনি ডায়েস, সাজু মুনতাসীর, মারিয়া নুর প্রমুখ।
বিনোদন অঙ্গনে নওশীনের পথচলা শুরু হয় রেডিওতে আরজে হিসেবে। পরে মডেলিং ও উপস্থাপনা দিয়ে আলোচনায় আসেন তিনি।
অন্যদিকে, নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া হিল্লোল এখন ফুড ভ্লগার হিসেবে বেশি পরিচিত। তাঁরা নয় বছর আগে ভালোবেসে বিয়ে করেন। বিয়ে দীর্ঘদিন পর গত মাসের শেষের দিকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন সুখবর, তাঁরা মা-বাবা হতে চলেছেন। সেই সময়ই জীবনের সেরা এই সময় উদ্যাপন করতে দুজন তাঁদের নিউইয়র্কের বাসায় বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করে একাধিক ছবি পোস্ট করেন। এতে দুজনের কাছের সব মানুষ ও বন্ধুবান্ধব অতিথি হন।