বাচ্চা পেটে নিয়ে আড়ালে থাকার নায়িকা আমি নই : বর্ষা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১৯ এএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:১৩ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের নতুন সিনেমা 'দিন: দ্য ডে'। যাতে অনন্তের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা।
সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে শুরু থেকে বলে আসছিলেন অনন্ত। এটি মুক্তি পায় দেশের ১০৭টি সিনেমা হলে। সিনেমাটি মুক্তির পর থেকেই এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্ত ও বর্ষা।
গতকাল বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় সিনেমাটি দেখতে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হল পরিদর্শনে যান দুই তারকা।
সেখানে বর্ষা জানান তিনি পেটে বাচ্চা নিয়ে আড়ালে থাকা নায়িকা না। অনন্তের সব সিনেমায় তিনিই কেন নায়িকা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়ে বর্ষা বলেন, কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হিরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।
এ সময় এই নায়িকা আরও যোগ করেন, আমাদের সিনেমার শো বেশি চলছে।
শো বেশি হলে দর্শক বেশি থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের পুলিশকে আমরা এখানে হাইলাইট করেছি। সিনেমাটি যখন বিদেশে মুক্তি পাবে, তখন সেখানকার দর্শকরা দেখে বলবে- বাহ বাংলাদেশের সরকার, বাংলাদেশের পুলিশ এত বেশি সচেতন।