মারা গেলেন ব্যান্ডশিল্পী রুমি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৩৮ এএম, ১১ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৫৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঈদের সারাটা দিন পরিবারের সঙ্গে কেটেছে ড্রামার রুমি রহমানের। ছবি তুলেছেন, আড্ডা দিয়েছেন। রাতের খাবারও সবাই একসঙ্গে খেয়েছেন। এক মাস বয়সী ছেলেকে ভোররাতে বুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন বাবা রুমি। কিন্তু কে জানত আর কিছুক্ষণ পর পরিবারটির জন্য সবচেয়ে কষ্টের সংবাদটি অপেক্ষা করছে। ভোররাত চারটার পরপরই রুমির খারাপ লাগা শুরু করে। এরপর পরিবারের সবার ছোটাছুটি শুরু হয় হাসপাতালে।
আজ সোমবার (১১ জুলাই) ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক জানান, রুমির মৃত্যু হয়েছে হাসপাতালে আনার আগেই।
রুমির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী গায়িকা বর্ষা চৌধুরী। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।
নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের ব্যান্ডসংগীতের যুক্ত ছিলেন রুমি রহমান। এককভাবেও অনেক শিল্পীর সঙ্গে বাজিয়েছেন তিনি। লেজেন্ড, ট্রাপ, অর্থহীন, আর্ক, দলছুট, অরণ্য, সিম্পোনিয়াম ব্যান্ডের তিনি ড্রামার হিসেবে বিভিন্ন সময়ে বাজিয়েছেন। ঈদের পরদিন সকালে হঠাৎ করে রুমির এই মৃত্যুর খবর ছডিয়ে পড়লে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এই ড্রামারের মরদেহ শেষবারের মতো দেখতে ছুটে যান এক সময়ের পপগানের জনপ্রিয় গায়িকা কানিজ সুবর্ণা। তাঁর সঙ্গে কথা হলে জানান, ‘সকাল সকাল এমন একটা খারাপ সংবাদ পাব, ভাবতেই পারিনি। অবিশ্বাস্য!’
রুমি রহমানের মরদেহ এখন তাঁর ধানমন্ডির বাসায় রাখা আছে বলে জানান বর্ষা চৌধুরী। কাঁদতে কাঁদতে তিনি বললেন, ‘আমার ছেলেটা তো ছোট। আজকে ১ মাস ৪ দিন। আমার ছোট্ট ছেলেটা বাবাহারা হয়ে গেল। ও তো আর ওর বাবাকে দেখতে পাবে না।’
রুমি রহমান দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। তাঁর স্ত্রী বলেন, ‘অ্যাজমায় ভুগলেও রুমি কিন্তু সুস্থই ছিল। ঈদের দিন আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করছি। ঘুরেছি। ভোররাতে ছেলেকে বুকে নিয়ে ঘুমাইছে। ভোররাত চারটার পরে রুমির শরীর খারাপ হতে থাকে। নেবুলাইজ করতে চেয়েছিল। একটু পর বলে, আমার খারাপ লাগছে, হাসপাতালে নাও। তখন ভোর পাঁচটা বেজে গেছে। গাড়িচালক নেই। লিফট বন্ধ। লিফট চালু করা পর্যন্ত কাজের মেয়ে ধরে রেখেছিল। এর মধ্যে সে আমার শাশুড়ির রুমে এসে পড়ে যায়। পড়ে গেলে নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তারপর সবাই মিলে ধরে হাসপাতালে নিয়েছি। ডাক্তার বলে, আনার আগেই সে মারা গেছে।’
রুমি রহমানকে ঢাকায় দাফন করা হবে বলে জানান স্ত্রী বর্ষা চৌধুরী। পরিবারের লোকজন আজিমপুর ও বনানী কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানালেন তাঁর স্ত্রী।
২০২০ সালের ৩ মার্চ সংগীতশিল্পী বর্ষা চৌধুরীকে বিয়ে করেন রুমি রহমান। এর আগে অভিনয়শিল্পী তাজিন আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল রুমির।