অনন্য মামুনকে কান ধরে উঠবস করাব : অনন্ত জলিল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১৩ পিএম, ৯ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৮:২৭ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
পরিচালক অনন্য মামুনকে কান ধরে উঠবস করাব বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসে তিনি এ মন্তব্য করেন। তবে অনন্ত জলিলের সমালোচনা করার বিষয়টি অস্বীকার করেন অনন্য মামুন।
এর আগে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ ছবির বাজেট একশ কোটি টাকা নিয়ে একটি গণমাধ্যমের পক্ষ থেকে অনন্য মামুনকে প্রশ্ন করলে একশ কোটি বাজট এটা স্ট্যানবাজি বলে মন্তব্য করেন। পাশাপাশি ইঙ্গিতে জলিলের সমালোচনাও করেন তিনি। এমন খবরের পরিপ্রেক্ষিতে অনন্ত জলিল অনন্য মামুনকে কান ধরে উঠবস করানোর কথা বলেন।
সেখান তিনি বলেন, ‘অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি। আমার টাকায় ফি দিয়ে সে পরিচালক হয়েছে। ওকে আমি সামনে পেলে কান ধরে উঠবস করাবো। ওর এতো বড় সাহস কিভাবে হয় আমার সমালোচনা করার। ওর কি যোগ্যতা আছে অনন্ত জলিলের সমালোচনা করার? অনন্য মামুনকে উদ্দেশ্য করে অনন্ত প্রশ্ন করেন? যে তোমাকে ডিরেক্টর বানায়, যে তোমার ডিরেক্টরের ফিটা পর্যন্ত দেয়। তোমার কি যোগ্যতা আছে তার সমালোচনা করার? টাকার জন্য না তোমার কি যোগ্যতা আছে সমালোচনা করার?
অনন্য মামুন বলেন, আমি যে অনন্ত জলিলের সমালোচনা করেছি তার কোনো প্রমাণ আছে? আর আমি তার সমালোচনা করতে যাবোই বা কেনো?
অনন্য মামুন, আমি কি তার (অনন্ত জলিল) বেতনভুক্ত কর্মচারী যে- তিনি আমাকে কান ধরে ওঠবস করাবেন। আমি সব জয়গায় বলেছি, আপনার ঈদের তিনটি সিনেমা দেখুন এরপর মন্তব্য করুন। এটাই আমি সব সময় বলে আসছি।
অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটির পরিচালক ছিলেন অনন্য মামুন। সেই ছবির মাধ্যমেই প্রধান পরিচালক হিসেবে অভিষেক হয় তার। ছবিটি ২০১২ সালে মুক্তি পায়। এরপর নানা কারণে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।
এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে নতুন ছবি নিয়ে মুখোমুখি হচ্ছেন তারা। অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত ‘দিন দ্য ডে’ মুক্তি পাচ্ছে। অপরদিকে অনন্য মামুন পরিচালিত সাইকো’ ছবিটিও আসছে ঈদুল আজহায়।