পরীমণির জন্য উপহার পাঠালেন তিশা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:২৩ পিএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৪৮ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
শিগগিরই মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। এই মাতৃত্বকালীন সময়ে পরীকে ভালোবাসাস্বরূপ বিশেষ উপহার পাঠালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আর সে খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরী নিজেই।
তিশার পাঠানো উপহারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘তিশা আপুর কাছ থেকে ভালোবাসা পেলাম। তোমাকে ভালোবাসি।’
ছবিতে দেখা যায়, পরীর জন্য হলুদ রঙের একটি শাড়ি, কয়েক রকম ফল ও মিষ্টি পাঠিয়েছেন তিশা। ফারুকী-তিশা দম্পতির সঙ্গে পরীর চমৎকার সম্পর্ক। ফারুকীর পরিচালনায় একটি কাজও করেছিলেন পরী।