এবার গোয়েন্দা চরিত্রে আফরান নিশো!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫৪ পিএম, ২২ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৩০ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন বিভিন্ন চরিত্রে। বাদ ছিল শুধু গোয়েন্দা চরিত্রটি। এবার সেই অপূর্ণতাও পূরণ হচ্ছে।
প্রথমবারের মতো জাঁদরেল গোয়েন্দা কাইজার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। ‘কাইজার’ শিরোনামে এই সিরিজটি তৈরি হচ্ছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান হইচই-এর জন্য। এটি নির্মাণ করছেন তানিম নূর।
আফরান নিশোর ভাষ্য, ‘কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ। তার অনেক রকম সমস্যা আছে। কিন্তু জীবনের গভীরে সেও একজন মানুষ। ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে আর আমি কাজটাও আনন্দ নিয়ে করেছি। কাইজারের ট্রেলারও খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দর্শকেরা আমাকে কাইজার হিসেবে কীভাবে নেয় তা জানার আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
‘কাইজার’ সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শঙ্খ জামান, জিনাত সানু স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীন, শিশুশিল্পী হৃদ্ধিসহ আরও অনেকে। সিরিজটি প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট। আগামী ৮ জুলাই এটি হইচই প্ল্যাটফর্মে রিলিজ করা হবে।
উল্লেখ্য, এডিসি কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ। ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত কাইজার একজন ভিডিও গেম অ্যাডিক্ট। বদমেজাজি এই ডিটেকটিভ রক্ত ভয় পায় কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণির।