সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাচ্ছন্ন শোবিজ অঙ্গন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৪১ পিএম, ৫ জুন,রবিবার,২০২২ | আপডেট: ১১:১৮ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল শনিবার রাতে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সারা দেশে বাড়ছে আহাজারি। ওষুধ, রক্ত নিয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছেন অনেকেই। ফেসবুকেও এর ব্যাপক প্রভাব পড়েছে। নিহত, আহতদের প্রতি সমবেদনাসহ তাদের পাশে থাকতে নানাভাবে উদ্বুদ্ধ করছেন নেটিজেনরা। এ তালিকায় আছেন তারকাশিল্পীরাও। তাদের নানা পরামর্শ, সমবেদনার কথাগুলো তুলে ধরা হলো এখানে-
বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেছেন, ‘সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীরভাবে শোকাহত’।
সংগীতশিল্পী তিমির নন্দী লিখেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত!!! সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
বরেণ্য নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, ‘ছবি আর লাইভ আপডেট একদম প্রয়োজন নাই ভাই, প্রয়োজন মানুষকে বাঁচানো, সহযোগিতা করা, রক্ত।’
চিত্রনায়িকা শাহনুর লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ফায়ার ফাইটার, ডাক্তার, পুলিশসহ উদ্ধারকার্যে অংশ নেওয়া সবার জন্য দোয়া করি। আসুন যে যেভাবে পারি, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই৷ হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত কর। আমিন।’
সংগীতশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘সীতাকুণ্ড ট্র্যাজেডি জাতীয় দূর্যোগ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। মহান আল্লাহর কাছে সাহায্য চাই। উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ প্রশাসনের সংশ্লিষ্টদের জন্য শুভকামনা। আল্লাহু আকবর...।’
চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য জরুরিভিত্তিতে রক্তের প্রয়োজন, আশেপাশে যারা আছেন দ্রুত সহযোগিতা করুন।’
ছোটপর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে কোনো আহত ব্যক্তির জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন। আমি পেজে পোস্ট করব যেন সেই গ্রুপের কেউ গিয়ে সঙ্গে সঙ্গে রক্ত দিতে পারেন।’
চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে সীতাকুণ্ডে। আল্লাহ মাফ করুন।’
সংগীতশিল্পী আতাহার টিটু লিখেছেন, ‘আরও কতো কতো মৃত্যুর খবর শুনতে হবে! আরও কতো কতো যে আহাজারি! ওহ্...! এই মৃত্যুমিছিলে বুক কেঁপে কেঁপে উঠছে, যন্ত্রণা হচ্ছে ভীষণ! ক্ষমা কর হে জীবন, ক্ষমা করো!’
নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘দায়িত্ব পালনে গিয়ে অকাতরে জীবন দিলেন ৭ জন! আমাদের আসল হিরো! আমাদের ফায়ার ফাইটার্স! গভীর শ্রদ্ধা আর ভালোবাসা!’
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল লিখেছেন, ‘চট্টগ্রাম শহরের স্বেচ্ছাসেবী রক্তদাতারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করুন। প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে।’
চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘আগুন জ্বলছে সীতাকুণ্ডে, কিন্তু পুড়ে ছাই হচ্ছি বাংলাদেশের প্রতিটি মানুষ। আজকের দিনটি কষ্টের, অনেক বেশি কষ্টের...।’
সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন, ‘প্রতিটা দুর্ঘটনার আড়ালে অন্য গল্প থাকে। সাধারণ মানুষের শোক, প্রার্থনা ও ছোটাছুটির আড়ালে ঢাকা পড়ে সেই রহস্যের সবকিছু।
কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন, ‘অসংখ্য অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজন। চট্টগ্রামের সবকটি সরকারি/বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ হতে অতিদ্রুত সীতাকুণ্ডে যেতে বলা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রক্তের প্রয়োজনও হতে পারে। স্থানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন। আল্লাহ সহায় হোক আমাদের।’