অপূর্বর বাবা আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ১৫ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:১১ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ছোট পর্দার জনিপ্রয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা মারা গেছেন।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে উত্তরায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অপূর্বর বাবা। অপূর্ব সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। অপূর্বর বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মীরা। ইতোমধ্যে সান্ত্বনা জানাতে তার বাসার দিকে রওয়ানা হয়েছেন অনেকে। এর আগে ২০১৯ সালে অপূর্বর ছোট ভাই জাহেদুল ফারুক দীপু আত্মহত্যা করেছিলেন।
রাজধানীর শেখেরটেক এলাকার ৬ নম্বর সড়কের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় দীপুর লাশ উদ্ধার করেছিল আদাবর থানার পুলিশ।