আলিয়া-রণবীরের বিয়ের আয়োজন শুরু আজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৭ পিএম, ১৩ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৫৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
অবশেষে আলিয়া ভাট আর রণবীর কাপুরের জীবনে বিশেষ মুহূর্তটি আসতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। এবার তাঁরা চিরতরে এক হতে চলেছেন।
আজ বুধবার (১৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে আলিয়া-রণবীরের বিয়ের নানা অনুষ্ঠান। পাঞ্জাবি রীতি অনুযায়ী সাত পাকে বাঁধা পড়বেন এ তারকা জুটি।
জানা গেছে, আজ গণেশ পূজা দিয়ে আলিয়া আর রণবীরের বিয়ের শুভারম্ভ হবে। আজ-ই আলিয়ার হাতে লাগানো হবে রণবীরের নামের মেহেদী। কাপুর পরিবার মেহেদী অনুষ্ঠানের জন্য তারকা মেহেদি শিল্পী বীনা নাগদাকে আনছেন না বলে খবর। বিয়েতে বিটাউন নায়িকাদের হাতে সাধারণত বীনা নাগদা মেহেদী লাগান। কাপুর পরিবার মেহেদীর দায়িত্ব অন্য কাউকে দিয়েছে।
এমনকি আলিয়া আর রণবীরের বিয়ের ছবির দায়িত্ব এমন একজনকে দেওয়া হয়েছে যিনি আগে কখনো কোনো তারকার বিয়েতে এ দায়িত্ব পালন করেননি। তাঁদের বিয়ের মণ্ডপ সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে এক নারী সেট ডিজাইনারকে।
পালি হিলের ‘বাস্তু’ আবাসনে আলিয়া আর রণবীরের বিয়ের নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আবাসনের একই বিল্ডিংয়ে রণবীর আর আলিয়ার অ্যাপার্টমেন্ট আছে। তাদের ‘বাস্তু’-কে আলো আর নানা ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাস্তু’-র নতুন সাজের বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে।
আলিয়া আর রণবীর কোনো ব্যাচেলর পার্টি করছেন না। আর তাঁদের বিয়েতে বড়সড় কোনো গানের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না বলেও খবর পাওয়া গেছে। মেহেদি অনুষ্ঠানের দিন-ই নাচ–গান হতে পারে।
ভাই রণবীরের বিয়েতে শামিল হতে গতকাল মঙ্গলবার ঋধিমা তাঁর স্বামী আর কন্যাকে নিয়ে মুম্বাইতে এসে পৌঁছেছেন। তাদের মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। এদিকে খবর যে আলিয়া নাকি গতকাল ভোর পাঁচটা নাগাদ মুম্বাইতে এসে পৌঁছেছেন। তিনি পানভেলে রণবীর সিংয়ের সঙ্গে করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির শুটিং করছিলেন। বিটাউনে গুঞ্জন যে বলিউডের এ আদুরে জুটির বিয়ের দিন শাহরুখ খান, আমির খান, সঞ্জয় লীলা বানসালি, আয়ান মুখার্জি, করণ জোহর উপস্থিত থাকতে পারেন।