এবার ভাইরাল রানু মণ্ডলের সঙ্গে গাইলেন হিরো আলম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২০ পিএম, ১০ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১২:৪৯ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
আশরাফুল আলম ওরফে হিরো আলম এখন কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকে একের পর এক চমক দিয়ে চলেছেন তিনি।
সম্প্রতি ‘কাঁচাবাদাম’ গান গেয়ে ভাইরাল হওয়া পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের সঙ্গে শনিবার 'হাউ ফানি' শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন হিরো আলম। এবার তিনি জুটি বাঁধলেন পশ্চিমবঙ্গের আরেক ভাইরাল শিল্পী রানু মণ্ডলের সঙ্গে।
কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করেছেন। নজরুল কবিরের কথায় 'তুমি ছাড়া আমি' শিরোনামের গানটির সুর করেছেন এফএ প্রিতম। সংগীতায়োজনে ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন। প্রযোজনায় যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করা হবে।
কলকাতা থেকে হিরো আলম যুগান্তরকে বলেন, কয়েকটি গান করার জন্য আমি কলকাতায় এসেছি। ভুবন কাকুর পর রানু দিদির সঙ্গে আরেকটি গানে কণ্ঠ দিলাম। অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিল। সময় ও সুযোগ করে কলকাতায় চলে এলাম। এখানে দুই ভাইরাল শিল্পীর সঙ্গে গান করেছি। আশা করি, দুই বাংলায় আমাদের গান ভাইরাল হবে।
ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন জনপ্রিয় গানের মিউজিক ভিডিও করে আলোচনায় আসেন হিরো আলম। নিজের প্রযোজনায় কয়েকটি মুভিতেও অভিনয় করেছেন। এর পর বিভিন্ন ভাষার জনপ্রিয় গান কাভার করে কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রকাশ করেন হিরো আলম।