ফিল্মফেয়ারে জয়া আহসানের হ্যাটট্রিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:১২ পিএম, ২০ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১২:৫৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জয়া আহসান মানেই সেরা কিছু! তিনি অভিনয় করেছেন আর দর্শক সেটা পছন্দ করেননি, এমন হয়নি। আবার তার অভিনয় ভালো লাগে সমালোচকদেরও! তাই তো তিনি প্রায় সব ক্যাটাগরিতেই পুরস্কার অর্জন করেছেন।
শুধু দেশে নয়, তার জনপ্রিয়তা দেশের বইরেও। এবার বাংলাদেশের জন্য আরও একটি আন্তর্জাতিক সম্মাননা বয়ে নিয়ে এলেন জনপ্রিয় এই অভিনেত্রী। ভারতের সম্মানজনক ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২১’-এর আসরেও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। এ নিয়ে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা পেলেন জয়া। নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। এবার তিনি পুরস্কার পেয়েছে অতনু ঘোষ পরিচালিত ‘বিনোসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য।
পুরস্কার পাওয়ার পর জয়া আহসান জানান, আমি প্রত্যাশাই করিনি। এটা একদমই অপ্রত্যাশিত। জনপ্রিয় বিভাগে এবারও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে যাব, এটা আমার কাছে স্বপ্নের মতোই লাগছে। ক্রিটিকস ক্যাটাগরিতে একবার পেয়েছি, পপুলার ক্যাটাগরিতেও একবার পেয়েছি। এবারও পেলাম। আমি বিহারের ঝাড়খান্ডে ছিলাম। সেখানে আমি কালান্তর সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম। পুরস্কার বিতরণীর দিনে আমি ট্রেনে করে ভ্যেনুতে পৌঁছিয়েছি। দেশের কথা, দেশের মানুষের কথা তখন ভীষণভাবে মনে পড়ছিল। এই মুহূর্তে পরিবারের সবাইকে ভীষণ মিস করছি। যারা সব সময় আমার পাশে ছিল। ধন্যবাদ ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে, ধন্যবাদ বিনোসুতোয় পরিচালকসহ পুরো ইউনিটকে। অবশ্যই দর্শকের প্রতিও অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তারা চেয়েছেন বলেই আমি কাজ করছি।
এর আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমার জন্য এবং ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য ‘ফিল্মফেয়ার’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান। ২০১৭ সালে অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ এবং ২০১৪ সালে ‘আবর্ত’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন। জয়া আহসান বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন চারবার। চলতি বছরের শুরুতে জয়া আহসান ‘জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জন্য ২০২২ সালের শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেছেন।