রাজ-পরী জুটির ‘গুনিন’ বিয়ে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫৯ এএম, ১০ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৫৫ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ধামাইল গান দিয়ে শুরু। ‘আমি ঘোমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া’র সঙ্গে নাচলেন একদল নৃত্যশিল্পী। রমিজ-রাবেয়ার বিয়েতে আসা অতিথিরা উপভোগ করলেন সেই নাচ। এমন নাচ-গানের মধ্য দিয়ে হয়ে গেল ‘গুণিন’ ছবির উদ্বোধনী প্রদর্শনী।
গতকাল বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শেফস টেবিলের কোর্টসাইডে ছিল চরকি প্রযোজিত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ছবি গুণিনের উদ্বোধনী প্রদর্শনী।
আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এ আয়োজনে উপস্থিত ছিলেন গুণিন সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। অভিনয় শিল্পী দিলারা জামান, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের, মুস্তাফা মনোয়ারসহ অন্যান্য কলাকুশলীরা।
নীল হুরেজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা ও চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘চরকির প্রথম ছবি রেটিং সিনেমা হলে মুক্তি পাচ্ছে। চরকি মেড ইন বাংলাদেশ ফর দ্য ওয়ার্ল্ড। জুন মাসে যাত্রা করে চরকি জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের গর্ব হচ্ছে, চরকির প্রথম সিনেমা হলে মুক্তি পাচ্ছে। চরকি হবে বাংলা কনটেন্টের রাজধানী। আমাদের এ যাত্রায় যুক্ত হওয়ায় সাজগোজকে ধন্যবাদ।’
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে এ ছবি প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘ছোটগল্প থেকে ফিচার ফিল্ম করা ঝামেলার কাজ। গুণিন টিম ও চরকির সহযোগিতা ছিল বলে করতে সুবিধা হয়েছে।’
ছবির প্রদর্শনী উপলক্ষে শেফস টেবিলের আঙিনাকে সাজানো হয় বিয়েবাড়ির আদলে। পালকিতে চড়ে মঞ্চে ওঠেন রাজ-পরীমনি ওরফে রমিজ-রাবেয়া। মঞ্চে প্রতিক্রিয়া জানিয়ে পরীমনি বলেন, ‘ও (রাজ) বলছিল, বর হয়ে এখানে আসব নাকি রমিজ হয়ে? আমার মিশ্র অনুভূতি হচ্ছে। কখনো রাজ-পরী হয়ে উঠছি, কখনো রমিজ-রাবেয়া হয়ে যাচ্ছি। এই কাজ করতে গিয়ে আমি আরেকজনের জীবনে জড়িয়ে গেছি। এই কাজ আমার জীবনে স্পেশাল হয়ে থাকবে।’
রাজ বলেন, ‘এখানে এসে আমি সারপ্রাইজ হয়ে গেছি। আমি যখন ছবিটায় যুক্ত হয়েছি, তখন একটা দুর্ঘটনায় পড়েছিলাম। সেলিম ভাই কাস্টিং বদলাননি, আমার জন্য অপেক্ষা করেছেন। রনি ভাইয়ের সঙ্গে আমার আইসক্রিম ছবি থেকে সম্পর্ক। আশা করি, আরও কাজ করব।’শেষে অতিথিদের সঙ্গে বসে পরিচালক, পরীমনি, রাজ দেখলেন গুণিন। অনুষ্ঠানের শুরুতে গান শোনান সন্ধি ও সাফিন।
শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে গুণিন। প্রেক্ষাগৃহের যাত্রা শেষে চরকিতে সাবস্ক্রাইব করলে দেখা যাবে গুণিন। গুণিনের ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।