স্বনামধন্য জ্যোতিষী ও গীতিকার কাওসার চৌধুরী আর নেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫৫ এএম, ২৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১১:০৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জনপ্রিয় গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ শাফি চৌধুরী। কাওসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।
জনপ্রিয় গীতিকার ছাড়াও কাওসার আহমেদ চৌধুরী স্বনামধন্য জ্যোতিষী ছিলেন। দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘আপনার রাশি’ নামে নিয়মিত রাশিফল লিখে পাঠকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।
এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের বেশ কয়েকটি বিখ্যাত গানের গীতিকার তিনি। ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘যেখানে সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘ এই রুপালি গিটার ফেলে’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ প্রভৃতি তাঁর লেখা জনপ্রিয় কিছু গান। এছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।