জায়েদ খানের পদ বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৯ পিএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০২:২১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা থামছেই না
আজ শনিবার আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন।
মিশা-জায়েদের আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা শনিবার দুপুর ৩টা থেকেই এফডিসিতে অবস্থান নেন। এ সময় 'জায়েদ খানের পদত্যাগ চাই', 'উই ওয়ান্ট জাস্টিস' চিৎকারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে স্লোগান দেন ভোটাধিকার হারানো শিল্পীরা। তারা দলবদ্ধ হয়ে, কেউ খালি গায়ে প্রতিবাদী স্লোগান লিখে তাদের অধিকার হরণ করায় জায়েদের বিচার দাবি করেন।