রাজ-পরীর গায়ে হলুদ, আজ বিয়ে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৩ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৮:২৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঘরোয়া আয়োজনে হয়ে গেল শরিফুল রাজ ও পরীমণির গায়ে হলুদ অনুষ্ঠান।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) দিনগত রাতে এই আয়োজন হয়। আর বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে আজ রাতে।
এরমধ্যেই গত ১০ জানুয়ারি এ দম্পতি জানিয়েছেন, ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন! এরমধ্যে বাবা-মা হতে চলেছেন তারা।
এমন খবরের পর গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয় রাজ-পরী দম্পতির গায়েহলুদের ছবি। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।
গিয়াসউদ্দিন সেলিম বলেন, এতদিন যা হয়েছে সেখানে আনুষ্ঠানিকতার সুযোগ ছিলো না। তো এখন সেই আনুষ্ঠানিকতাটা ঘরোয়াভাবে ওরা করছে। তাছাড়া এতদিন দুই পরিবারের সদস্যদের মধ্যেও সেভাবে দেখা-সাক্ষাতের সুযোগ হয়নি। যেটা এখন হলো।
সেলিম জানান, রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। রাজ-পরীর প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াস উদ্দিন সেলিমের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘গুনিন’-এর শুটিংয়ে।