ধানুশ-ঐশ্বরিয়া দম্পতির ছাড়াছাড়ি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:০৭ পিএম, ১৮ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৩১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কিছুদিন আগে দক্ষিণি তারকা নাগা চৈতন্য আর সামান্থা রুথ প্রভুর ডিভোর্সের খবরে রীতিমতো ভেঙে পড়েছিল তাঁদের অসংখ্য অনুরাগী। এবার দক্ষিণের আরেক তারকা দম্পতির ছাড়াছাড়ির খবর প্রকাশ্যে এল।
দক্ষিণি ছবির জগতের সুপারস্টার ধানুশ আর তাঁর স্ত্রী ঐশ্বরিয়া তাঁদের বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন। এ খবর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে এক নোট শেয়ার করে জানিয়েছেন। তাঁদের দুজনের নোটের বয়ান অনেকটা একই রকম। ধানুশ টুইটারে তাঁর ডিভোর্সের কথা জানিয়ে লিখেছেন, ‘বন্ধুরূপে, দম্পতিরূপে, মা–বাবারূপে, একে অপরের শুভান্যুধায়ীরূপে ১৮ বছর একসঙ্গে থেকেছি। আমাদের এই সফর বোঝাপড়া, সামঞ্জস্য বৃদ্ধি, অভিযোজিতের ছিল। আজ আমরা এমন এক স্থানে দাঁড়িয়ে, যেখান থেকে আমাদের পথ আলাদা হয়ে গেছে। ঐশ্বরিয়া আর আমি দম্পতি হিসেবে আলাদা হওয়ার, আর ব্যক্তিগতভাবে একে অপরকে আরও ভালোভাবে চেনাজানার জন্য সময় বের করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সিদ্ধান্তকে সম্মান করুন, আর এই পরিস্থিতিকে সামলে ওঠার জন্য আমাদের গোপনীয়তার প্রয়োজন।’
ধানুশ দক্ষিণের মেগাস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে ২০০৪ সালের ১৮ নভেম্বর ধুমধাম করে বিয়ে করেছিলেন। তখন ধানুশের বয়স ছিল মাত্র ২৩ বছর। ২০০৩ সালে এক ছবির সেটে ধানুশ আর ঐশ্বরিয়ার প্রথম সাক্ষাৎ হয়েছিল। তাঁদের দুই পুত্রসন্তানের নাম যাত্রা রাজা, আর লিঙ্গা রাজা।
ধানুশ এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের বিষয়ে বলেছিলেন। এ প্রসঙ্গে ধানুশ বলেছেন, ‘আমার ছবি “কাঢাল কোন্ডে”-র প্রথম প্রদর্শন ছিল। আমি পুরো পরিবারের সঙ্গে ছবি দেখতে গিয়েছিলাম। ছবি শেষ হওয়ার পর সিনেমা হলের মালিক আমার সঙ্গে রজনীকান্ত স্যারের মেয়ে ঐশ্বরিয়া আর সৌন্দর্যর পরিচয় করান। আমরা একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময় করে চলে যাই। পরদিন ঐশ্বরিয়া আমাকে ফুলের তোড়া পাঠায়। আর এক চিরকুটে লেখা ছিল “ভালো কাজ। যোগাযোগ রাখবেন।” আমি ওর এই কথাগুলো সিরিয়াসলি নিয়েছিলাম।’
ধানুশ ২০০২ সালে তাঁর ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন এই দক্ষিণি তারকা। তাঁকে শেষ পর্দায় দেখা গেছে ‘অতরঙ্গি রে’ ছবিতে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন সারা আলী খান আর অক্ষয় কুমার। এই ছবিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।