মা হতে যাচ্ছেন পরীমনি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:২৭ পিএম, ১০ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:৩৬ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি।
আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর জানান।
সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিনদিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন পরী নিজেই।
এদিকে সোমবার দুপুরে নিজেকে অভিনন্দন জানিয়ে পরীর সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে শরিফুল রাজ লিখেছেন- "অভিনন্দন রাজ"।
অনুভূতি জানাতে গিয়ে পরী বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি। আজই হাসপাতাল থেকে ফিরলাম। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলো।
আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। আমার ভক্ত, বন্ধু ও স্বজনদের বলবো আমাদের জন্য দোয়া করতে। মমতার ছায়া নিয়ে আমার পাশে থাকতে।
তিনি আরও বলেন, ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।’
পরী জানান, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।