সেরা অভিনেতার জন্য অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা আর নেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৪৬ পিএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৭:০০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সেরা অভিনেতার জন্য অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়েটিয়ার মারা গেছেন। মৃত্যুকালে সিডনির বয়স হয়েছিল ৯৪ বছর।
তিনি "টু স্যার উইথ লাভ" এবং "গেস হুজ কামিং টু ডিনার" এর মতো চলচ্চিত্রে দৃঢ়প্রতিজ্ঞ, মর্যাদাবান নায়কদের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।
নিউ ইয়র্ক টাইমস সিডনি পোয়েটিয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করে এসব তথ্য দিয়েছে।
এদিকে, সিএনএন সিডনি পোয়েটিয়ারকে 'হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ মুভি স্টার' হিসেবে বর্ণনা করেছে।