রমজানে প্রয়োজনীয় কিছু মোবাইল অ্যাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮ পিএম, ১৯ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৫:০১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে পবিত্র রমজান মাস। আল্লাহর একজন খাঁটি বান্দায় পরিণত হওয়ার সর্বোচ্চ প্রশিক্ষণ চলে এই মাসে। সেই সঙ্গে থাকে পুরনো সব ভুল-ত্রুটি শুধরে এক নিষ্পাপ মানুষে পরিণত হওয়ার অফুরন্ত সুযোগ। তাই মাসের প্রত্যেকটি দিনের কার্যকলাপের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। এই ধর্মীয় জীবনধারণকে সাবলীল করতে সহায়ক হতে পারে উন্নত প্রযুক্তি। কেননা রোজার মাসটিকে সঠিকভাবে ইবাদতপূর্ণ করতে ইতোমধ্যে তৈরি হয়েছে বেশ কিছু মোবাইল অ্যাপ। চলুন, সেগুলোর মধ্য থেকে সেরা ১০টি রমজান মোবাইল অ্যাপের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আল কুরআন (তাফসির এ্যান্ড বাই ওয়ার্ড)
রমজানে সুশৃঙ্খলভাবে ইবাদত বন্দেগীর জন্য সহায়তাকারী মোবাইল অ্যাপ “আল কুরআন” (তাফসির অ্যান্ড বাই ওয়ার্ড)। কুরআন বোঝা এবং মুখস্থের জন্য একটি নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে ২০১৬-এর ২৬ অগাস্ট এই অ্যাপটি তৈরি করে “গ্রিনটেক অ্যাপস ফাউন্ডেশন”। এতে রয়েছে বাংলাসহ ৩৫টিরও বেশি ভাষায় প্রতিটি শব্দের অনুবাদ এবং ৭০টিরও বেশি তাফসির। কুরআন তেলাওয়াত শোনার জন্য রয়েছে ৩০টিরও বেশি তেলাওয়াতকারীর অডিও।
রোজার মাসে কুরআন খতমের জন্য এটি হতে পারে সর্বোৎকৃষ্ট অ্যাপ। কেননা এখানে প্রতিবার তেলাওয়াতের সময় আগে শেষ করা আয়াতগুলোর একটা পরিসংখ্যান পাওয়া যায়। আয়াত বুকমার্কের সুযোগটির কারণে এর স্বয়ংসম্পূর্ণ লাইব্রেরিটি কার্যকর ভাবে ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের উপায়সহ এই যাবতীয় সুবিধা পাওয়া যাচ্ছে একদম ফ্রিতে। এমনকি অ্যাপ চালানোর সময় কোনো বিজ্ঞাপন দেখার বিড়ম্বনাও নেই।
২০২৪ সালের ২২ ফেব্রুয়ারিতে সর্বশেষ আপডেট করা এই অ্যাপের বর্তমান সংস্করণ ১.২৬.১। অ্যাপ চালানোর জন্য স্মার্টফোনের ওএস (অপারেটিং সিস্টেম) হতে হবে নূন্যতম অ্যান্ড্রয়েড ৫। ২১ এমবি (মেগাবাইট)-এর অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ৫০ লাখেরও বেশি বার। দুই লাখ ৮৪ হাজার রিভিউ দাতাদের কাছ থেকে এটি গড়পড়তায় ৪.৮ তারকা রেটিং পেয়েছে।
অন্যদিকে, ২৬.২ এমবির আইওএসের অ্যাপটি ৩৪৮ জনের কাছ থেকে পেয়েছে ৪.৯ তারকা। আইওএস ১৪.২ বা তার পরবর্তী সংস্করণগুলোতে অ্যাপটি চালানো যাবে।
তার্তিল: কুরআন মেমোরাইজেশন
সরাসরি কুরআন শরীফ দেখে তেলাওয়াতের থেকেও দারুণ অভিজ্ঞতা দেবে “তার্তিল”। অ্যাপটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তেলাওয়াতকারীর ভয়েস ট্র্যাক করে। প্রতিবার তেলাওয়াত শোনার সময় স্ক্রিনে প্রদর্শিত হয় সংশ্লিষ্ট আয়াতটি। এটি বিনামূল্যে কোনো বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করা যায়। তবে এর প্রিমিয়াম সংস্করণ আছে, যেখানে তেলাওয়াতে ত্রুটি সংশোধনের মতো নানা ধরনের অ্যাডভান্সড ফিচার আছে।
২০১৬-এর ৩১ জানুয়ারি প্রকাশিত হওয়া “তার্তিল” অ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান “তার্তিল ইনকর্পোরেশন”। অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফোন ভেদে এর জন্য স্টোরেজ প্রয়োজন ১০৮ থেকে ১২০ এমবি। ওএস থাকতে হবে অ্যান্ড্রয়েড ৫ বা তার বেশি। ২০২৪-এর ৬ মার্চ আপডেটের পর এর সর্বশেষ সংস্করণ ৫.৩৮.১। এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি বার ডাউনলোড হওয়া এই অ্যাপটির ৩৮ হাজার রিভিউ থেকে প্রাপ্ত রেটিং ৪.৭ তারকা।
আর আইওএসের জন্য বানানো অ্যাপটির সাইজ ১৯৮.৭ এমবি। ওএস হিসেবে কমপক্ষে আইওএস ১৩.৪ থাকা প্রয়োজন। আড়াই হাজারেরও বেশি রেটিংদাতা অ্যাপটিকে ৪.৭ তারকা দিয়েছেন।
কুরআন মাজিদ- রমজান ২০২৪
পাকডাটা নির্মিত এই অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে এর ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস। এখানে কুরআন পড়া বা মুখস্থ করার সময় বিনামূল্যে আয়াতের পুনরাবৃত্তি, বিরতি এবং গতি কমবেশি করা যায়। অ্যাপটির আরও একটি বিশেষ দিক হচ্ছে এর কিবলার দিক নির্ণয়ের কম্পাস। এছাড়া মক্কা ও মদিনা থেকে লাইভ স্ট্রিমিং, হিজরি ক্যালেন্ডার এবং কুরআনিক অ্যানগেজমেন্ট মিটার অ্যাপটিকে পরিপূর্ণতা দান করেছে।
২০১৪-এর ১৮ আগস্ট নির্মিত অ্যাপটি সর্বশেষ হালনাগাদ হয়েছে ২০২৪ সালের ৮ মার্চ। সংস্করণ ৭.৩.২ সংস্করণটি চালাতে ওএস প্রয়োজন অ্যান্ড্রয়েড ৫ কিংবা তার বেশি। ৫৪ এমবি থেকে ১২০ এমবি স্টোরেজ ক্ষমতার অ্যাপটি ডাউনলোড হয়েছে এক কোটিরও বেশিবার। ৭ লাখ ৯৩ হাজার রিভিউ থেকে রেটিং এসেছে ৪.৭ তারকা।
অন্যদিকে আইওসের অ্যাপে দুই লাখেরও বেশি রেটিং থেকে এসেছে ৪.৮ তারকা। ১৩৭.৫ এমবি সাইজের অ্যাপটি আইওএস ১২ বা তার পরবর্তী সংস্করণগুলোতে চলবে।
দোয়া ও যিকর (হিসনুল মুসলিম)
রমজানের দিনগুলোতে আল্লাহর স্মরণে থাকার জন্য উৎকৃষ্ট একটি অ্যাপ দোয়া ও যিকর। এটি সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার দোয়াসহ ৩০০ টিরও বেশি দোয়ার সমৃদ্ধ এক ভাণ্ডার। বঙ্গানুবাদ ও শ্রেণী বিভাজন থাকায় খুব সহজেই দরকারি দোয়াটি খুঁজে বের করা যায়। ডাউনলোডের সুবিধা থাকায় অফলাইনেও দোয়াগুলো পড়া করা যায়।
এছাড়া অ্যাপের ফিচারগুলো শুদ্ধ উচ্চারণের দিকটিও খেয়াল রাখে। প্রতিদিন পরিকল্পিত দোয়ার জন্য ব্যবহারকারীকে রিমাইন্ডারও দেয়। বিজ্ঞাপন ছাড়া দোয়া ও যিকর অ্যাপ ফ্রিতেই ব্যবহার করা যায়।
২০১৫ সালের ৪ জুন প্রকাশিত অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান “অ্যান্ড্রয়েড ফাউন্ডেশন”। সর্বশেষ ২০২৩-এর ২৯ আগস্ট-এ হালনাগাদের পর এর বর্তমান সংস্করণ ১.১০.৪। ৪ এমবির অ্যাপটি চালাতে প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড ৪.৪ বা তার সামনের সংস্করণগুলো। এখন পর্যন্ত এটি ৫ লাখেরও বেশি ডাউনলোড হয়েছে এবং ২০ হাজার ৮০০ রিভিউ থেকে এটি ৪.৯ তারকা পেয়েছে।
আর আইওএস অ্যাপের সাইজ ৭.৯ এমবি, যেটি চালাতে দরকার হবে আইওএস ১৩ বা তার পরবর্তী সংস্করণগুলো। ২৭৯টি রিভিউ থেকে এর অর্জিত রেটিং ৪.৭ তারকা
মুসলিম প্রো: রমজান ২০২৪
“বিটসমিডিয়া পিটিই লিমিটেডের” এই অ্যাপে রয়েছে এআই “দ্বীন” নামে ইসলামি বট, যার সঙ্গে বিভিন্ন সওয়াল-জবাবে অংশ নেওয়া যায়। অ্যাপের ক্বালবক্স নামক বিভাগে রমজানের বিভিন্ন অনুষ্ঠান দেখা যায়। এছাড়াও এতে রয়েছে নানান ধরনের কুইজ ও ইসলামি বিধি-বিধান সম্পর্কিত জ্ঞান যাচাইয়ের সুযোগ। ফ্ল্যাশকার্ড নামক অংশে শেখা যায় কুরআন তেলাওয়াত। দুর্দান্ত অভিজ্ঞতার “মুসলিম প্রো” বিনামূল্যে হলেও এর ভেতরে বিজ্ঞাপন প্রদর্শিত হয়।
আইওএসে জন্য নির্ধারিত অ্যাপটির সাইজ ৩৪৫.৯ এমবি এবং আইওএস ১৩ বা ততোর্ধ্ব সংস্করণগুলোর জন্য সঙ্গতিপূর্ণ। ২০১১ সালের ১২ এপ্রিলে প্রকাশিত এই পুরনো অ্যাপটির সর্বশেষ আপডেট হয়েছে ২০২৪-এর ১ মার্চ। বর্তমানে ১৫.১ সংস্করণ চলছে, যার সাইজ ৫০ থেকে ৫৩ এমবি। অ্যান্ড্রয়েড ৫ কিংবা ততোর্ধ্ব সংস্করণগুলোতে এটি ব্যবহারযোগ্য।
অ্যাপটি এ পর্যন্ত ১০ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে এবং ৫ লাখেরও বেশি রেটিংয়ে প্রাপ্ত তারকা সংখ্যা ৪.৭।
মুসলিমস ডে
“রমজান অ্যাপ” নামে ২০১৫ সালের ১৪ জুন যাত্রাটি শুরু হয়েছিল। সেই থেকে “মেগামাইন্ডস টেকনোলজিসের” এই পরিষেবাটি রীতিমত এক ডিজিটাল ক্যালেন্ডার বা অ্যালার্ম হিসেবে কাজ করে আসছে। ফ্রি অ্যাপটি বিজ্ঞাপনমুক্ত এবং বৈচিত্র্যপূর্ণ টুলস সমৃদ্ধ। এতে রয়েছে সব ধরনের নামাজের সময়সূচি এবং সেহরি ও ইফতারের সময়সূচি, যা প্রতি বছর ইসলামি ফাউন্ডেশন অনুযায়ী আপডেট করা হয়। শুধু রমজান মাসই নয়, এটি বছরব্যাপী ইসলামি বিশেষ দিনগুলোর ব্যাপারেও জানান দেয় ব্যবহারকারীকে।
সমসাময়িক ঘটনা বা নানা ধরনের সংস্কারমূলক বিষয় নিয়ে ইসলামি আর্টিকেল, ক্বিবলা কম্পাস এবং ডিজিটাল তসবিহ একে দিয়েছে স্বয়ংসম্পূর্ণতা।
২০২৪ সালের ৪ মার্চ আপডেট হওয়া “মুসলিম ডের” বর্তমান সংস্করণ ৫.১০.৩। ১২ এমবি থেকে ৩৫ এমবি অ্যাপটি অ্যান্ড্রয়েড ৫ অথবা তারপরের সংস্করণগুলোতে ব্যবহারযোগ্য। ১০ লাখেরও অধিকবার ডাউনলোড হওয়া “মুসলিম ডে” ৭১,২০০ রিভিউ থেকে ৫ তারকাপ্রাপ্ত।
উপরন্তু, ৩৬.৫ এমবির আইওএস অ্যাপটির জন্য সামঞ্জস্যপূর্ণ ওএস হচ্ছে আইওএস ১৪.১ বা তার পরবর্তী সংস্করণগুলো। এর সংগ্রহে রয়েছে ২৯৪টি রেটিং থেকে ৪.৬ তারকা।
দ্বীন- ইসলামিক
ভ্রমণরত, অফিস কিংবা বাড়ি যেকোনো অবস্থাতেই প্রার্থনার ট্র্যাকার হিসেবে কাজ করে কোডারফ্লাইসের “দ্বীন- ইসলামিক”। বিশেষ করে এর দৈনিক পাঁচ বার হোম স্ক্রিন নোটিফিকেশনগুলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ব্যাপারে সজাগ রাখে। ঠিক একইভাবে সেহরি-ইফতারের সময়গুলোকেও অবহিত করা হয়। এখানে বাংলা অর্থসহ কুরআনের প্রতিটি সূরা শুদ্ধভাবে পড়া এবং শোনা যায়। সুবিধাগুলো হাদিসসহ অন্যান্য ইসলামি বইগুলো এবং দোয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।
এর ক্বিবলার দিক দর্শন, তসবিহ এবং নিকটস্থ মসজিদ খোঁজার ফিচার অন্যসব অ্যাপ থেকে একে আলাদা করেছে।
২০২১ সালের ১৮ এপ্রিল নির্মাণের পর অ্যাপটির সর্বশেষ হালনাগাদ করা হয়েছে ২০২৩ সালের ৬ আগস্ট। সেই থেকে ৩.৪.১ সংস্করণটি চলছে, যেটি অ্যান্ড্রয়েড ৬ এবং তার পরের ওএসগুলোতে চলতে পারে। ৪৯ থেকে ৭৪ এমবি সাইজের অ্যাপটি এ পর্যন্ত ডাউনলোড করা হয়েছে এক লাখেরও বেশি বার। ৪,৯৪০ রিভিউ থেকে এর প্রাপ্ত তারকা সংখ্যা ৪.৭।
আইওএসের অ্যাপটি ১৫৯.২ এমবি সাইজের, যার জন্য প্রয়োজন হয় আইওএস ১২ বা তার পরবর্তী ওএসগুলো। এটি ১৯৫ রেটিং দাতাদের কাছ থেকে ৪.৯ তারকা পেয়েছে।
প্রেয়ার নাউ- আজান প্রেয়ার টাইমস
২০১৪ সালের ২৬ মার্চ এটি প্রকাশের পর থেকেই “অ্যাপরক্স ডেভ ইনকর্পোরেশনের” এই সার্ভিসটি একটি ইসলামি স্মার্ট অ্যাপ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। এর শ্রুতিমধুর আযান, নামাজের সময়সূচি, কোরআন পড়া ও শোনা, ক্বিবলা কম্পাস, ও দোয়া; সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ প্যাকেজ। এছাড়াও এতে আছে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহাসহ বিভিন্ন ইসলামি উৎসবগুলোর শুভেচ্ছা কার্ড শেয়ারের ব্যবস্থা। এর বিশেষত্ব হচ্ছে উন্নতমানের জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম), যার মাধ্যমে দেশে ও বিদেশে ক্বিবলা ও নিকটতম মসজিদের দিক-নির্দেশনা পাওয়া যায়।
২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি আপডেটের পর এর বর্তমান সংস্করণ এখন ৮.৭.৯। ৩০ এমবির প্রেয়ার নাউয়ের জন্য দরকার পড়বে কমপক্ষে অ্যান্ড্রয়েড ৫ অথবা তার বেশি ওএসের। এক কোটিরও বেশি ডাউনলোড হওয়া অ্যাপটি ১১ লাখ ৯০ হাজার রিভিউ থেকে ৪.৭ তারকাপ্রাপ্ত। আর আইওএসের ক্ষেত্রে এই অ্যাপের সাইজ ১৪১.৮ এমবি, যেটি আইওএস ১২ বা তার পরবর্তী সংস্করণগুলোতে ব্যবহারযোগ্য। এক হাজারেও বেশি রেটিং থেকে এটি ৪.৪ তারকাপ্রাপ্ত।
প্রেয়ার টাইমস- কিবলা অ্যান্ড নামাজ
যুক্তরাজ্যের দাওয়াতে ইসলামি নির্মিত “প্রেয়ার টাইমস” নামাযের জন্য কার্যকর একটি অ্যাপ। ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত এটি জনপ্রিয় হয়ে আছে নামায আদায়কারীদের মাঝে। শুধু নামাযের সময় জানানোই নয়, একসঙ্গে নামায আদায়ের সময় এটি সাইলেন্ট মুডের সুবিধা দেয়। তসবিহ গণনা ও আযানের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক জিপিএস, যেটি ক্বিবলা ফাইন্ডারের কাজ করে।
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি হালনাগাদের পর থেকে এর সর্বশেষ সংস্করণ ৩.৩.২। এর সাইজ ৯১ এমবি, যেটি অ্যান্ড্রয়েড ৫ কিংবা তার বেশি ওএসগুলোতে চলবে। প্রকাশের পর থেকে এর মোট ডাউনলোডের সংখ্যা ১০ লাখ পেরিয়েছে এবং এক লাখ ২৫ হাজার রিভিউ থেকে প্রাপ্ত তারকা সংখ্যা ৪.৭।
অবশ্য আইওএস অ্যাপটির সাইজ ২১১.৫ এমবি, যেটি আইওএস ১৩ বা তার পরের সংস্করণগুলোতে চলতে পারে। ৮৩৭ রেটিং দাতাদের নিকট থেকে প্রেয়ার টাইমসের সংগ্রহ ৪.৭ তারকা।
মুসলিম বাংলা কুরআন হাদিস দোয়া
২০১৪ সালের ১৫ মে থেকে শুরু হয় “টপ অফ স্টেক সফটওয়্যার লিমিটেডের” মুসলিম বাংলার পথ চলা। রোজা রাখার মুহূর্তগুলোকে নামায ও দোয়া দিয়ে পরিপূর্ণ করার জন্য এই বাংলা অ্যাপটি বেশ নির্ভরযোগ্য। এর সেরা ফিচারগুলোর মধ্যে নামাজের সময়সূচি, ক্বিবলার দিকনির্দেশনা, এবং সেহরি ও ইফতারের সময়সূচি অন্যতম।
অ্যাপটির গ্রহণযোগ্যতার বিশেষ কারণগুলো হলো অনুবাদসহ কুরআন শরীফের সহীহ অডিও, পারা ও সূরার বিভিন্ন শ্রেণী বিভক্তি, এবং পঠন অ্যানালাইটিক্স। সর্বশেষ ২০২৪ সালের ৭ মার্চে আপডেট হওয়ায় এর ২৫.৯ সংস্করণটিতে রয়েছে পরিমার্জিত একটি অ্যাপ পাওয়ার সম্ভাবনা। ৩৫ থেকে ৭০ এমবির অ্যাপটি অ্যান্ড্রয়েড ৪.২ বা ততোর্ধ্ব ওএসগুলোতে চলতে পারে।
বিগত ১০ বছরে এর ডাউনলোড সংখ্যা ১০ লাখের বেশি এবং ৮৯,২০০ রিভিউ দাতাদের কাছ থেকে অর্জিত তারকা সংখ্যা ৪.৯। অন্যদিকে, ১০৪ এমবির আইওএস অ্যাপটির জন্য সামঞ্জস্যপূর্ণ আইওএস ১২ বা তার পরবর্তী ওএসগুলো। ৬৭৭ সংখ্যক রেটিং থেকে এটি ৪.৭ তারকাপ্রাপ্ত।
পরিশিষ্ট
রমজানে সুষ্ঠুভাবে ইবাদত বন্দেগীর জন্য এই ১০টি মোবাইল অ্যাপস প্রতিটি রোজাদারের উপযুক্ত সঙ্গী হতে পারে। তন্মধ্যে মাসব্যাপী কুরআন শিক্ষায় আত্মনিয়োগের পথে পরিচালনার জন্য রয়েছে “তার্তিল”, “কুরআন মাজিদ- রমজান ২০২৪”, “মুসলিম বাংলা” এবং “আল কুরআন” (তাফসির অ্যান্ড বাই ওয়ার্ড) অ্যাপগুলো। “মুসলিমস ডে”, “প্রেয়ার নাউ” এবং “প্রেয়ার টাইমস” অ্যাপসগুলো কাজ করে ডিজিটাল ক্যালেন্ডার বা অ্যালার্ম ঘড়ির মতো। কুরআন-হাদিস অধ্যয়নের পাশাপাশি ইসলামি জীবন ধারণে অভ্যস্ত হওয়ার পর্যাপ্ত রসদ সরবরাহ করতে পারে “মুসলিম প্রো” এবং “দ্বীন” অ্যাপ দুটি।