আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৩৬ এএম, ১৫ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৬:৪১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
আজ রবিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিটে শুরু হয় তিনদিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত। প্রায় ২৫ মিনিট ধরে মোনাজাত করেন কাকরাইল মসজিদের সূরা সদস্য মাওলানা ক্কারী মোহাম্মদ জোবায়ের।
মোনাজাতে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে তুরাগ তীর। এসময় টঙ্গীর তুরাগ তীরসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় অবস্থান নিয়ে লাখ লাখ মানুষ মোনাজাতে অংশ নেন। মোবাইল ফোনে ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের আরও কোটি মানুষ একসঙ্গে হাত তোলেন আল্লাহর দরবারে। মোনাজাতে দেশবাসী ও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।
আখেরি মোনাজাত উপলক্ষে উত্তরা, টঙ্গী, গাজীপুরসহ চারপাশের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিসসহ সবকিছু ছিল বন্ধ।
সকালে বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন কাকরাইলের সুরা সদস্য ক্কারী মোহাম্মদ জোবায়ের। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান, পরে তা বাংলায় অনুবাদ করেন আবদুল মতিন। আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটে।