সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১৪ পিএম, ৩১ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:১১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট ৯৫ বছর বয়সে মারা গেছেন। স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার প্রায় এক দশক পর তার ভ্যাটিকানের বাসায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় বেনেডিক্টের।
তিনি ২০১৩ সাল পর্যন্ত আট বছরেরও কম সময় ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছেন। ১৪১৫ সালে দ্বাদশ গ্রেগরি পদত্যাগ করার পর তিনিই হলেন দ্বিতীয় কোনো পোপ যিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
বেনেডিক্ট তার শেষ বছরগুলো কাটিয়েছেন ভ্যাটিকানের দেয়ালের মধ্যে মেটার ইক্লেসিয়া আশ্রমে।
তার উত্তরসূরি পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি প্রায়ই তাকে দেখতে সেখানে যেতেন।
এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ‘দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্ট আজ সকাল ৯টা ৩৪ মিনিটে মেটার ইক্লেসিয়া আশ্রমে মারা গেছেন।’
এ বিষয়ে পরবর্তী সময়ে আরো বিস্তারিত জানানো হবে জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, শেষ শ্রদ্ধার জন্য তার লাশ ২ জানুয়ারি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়।
তবে তার কিছু সময় পর তার শেষ কৃত্যের সময় ঘোষণা করা হবে।