যমুনা নদীতে ভেসে এলো যুবকের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ পিএম, ১৪ জুলাই,রবিবার,২০২৪ | আপডেট: ০৯:১৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার সোনাতলা উপজেলায় যমুনা নদী থেকে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে সোনাতলা উপজেলার উত্তর কালাই হাটা গ্রাম থেকে মরদেটি উদ্ধার করা হয়।
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা জানান, সকালে নদীতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। মরদেহটি প্রায় ৭ থেকে ৮ দিন আগের। ধারণা করা হচ্ছে, মরদেহটি বন্যায় ভেসে এসেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।