পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৯ পিএম, ১১ জুলাই,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৩:২২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পূর্বঘোষিত অর্ধদিবস ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগে অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টা ৪ মিনিটের দিকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলামোটর-কারওয়ান বাজারের অভিমুখে যাত্রা শুরু করেন।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করলে তারা ছুটে যান। পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দিতে থাকেন।
এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে আসেন তারা।