রূপগঞ্জের সেই ‘জঙ্গি আস্তানার’ প্রধান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৮ পিএম, ১০ জুলাই,
বুধবার,২০২৪ | আপডেট: ১১:৩৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপায় জঙ্গি আস্তানার প্রধানকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম জাভেদ ওরফে আবীর ওরফে এনামুল। মঙ্গলবার (৯ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর মিডিয়া বিভাগের এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি জানান, আজ বেলা সাড়ে ১২টায় এ বিষয়ে এটিইউর বারিধারা অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে।
এই কর্মকর্তা বলেন, সম্প্রতি চালানো অভিযানের আগেই ওই আস্তানা থেকে পালিয়ে আত্মগোপনে যান জাভেদ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তা প্রাথমিকভাবে জানায়নি এটিইউ।
এর আগে গত ২ জুলাই সকাল থেকে 'জঙ্গি আস্তানা' সন্দেহে রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকার জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও করে রাখেন এটিইউ সদস্যরা। বিকেলে বাড়ির গ্যাস ও বিদ্যুৎ লাইন বন্ধ করে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত টিম ভেতরে প্রবেশ করে অভিযান কার্যক্রম পরিচালনা করে। অভিযানে তিনটি আইডি বোমা, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।