এনবিআরের সচিব ফয়সালকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৭ পিএম, ১ জুলাই,সোমবার,২০২৪ | আপডেট: ০৩:৫১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে।
রোববার (৩০ জুন) এনবিআরের কর প্রশাসন বিভাগের প্রথম সচিব মো. শাহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
এনবিআরের আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই আদেশে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. মনিরুজ্জামানকে এনবিআরের প্রথম সচিব (কর) হিসেবে বদলি করা হয়েছে