এমপি আনোয়ারুলের মরদেহ পাওয়া গেল কলকাতায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬ এএম, ২২ মে,
বুধবার,২০২৪ | আপডেট: ০৩:১৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার কলকাতার নিউ টাউন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন ও টিভিনাইন বাংলা এই তথ্য নিশ্চিত করেছে। তবে বাংলাদেশের কোন মাধ্যম থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ‘ভারতে চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর নিউটাউন থেকে উদ্ধার হল বাংলাদেশের শাসকদল আওয়ামী লীগের ৩ বারের সাংসদের মৃতদেহ। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। কে বা কারা তাঁকে খুন করল তার তদন্তে নেমেছে পুলিশ।’
এদিকে, টিভিনাইন বাংলার প্রতিবেদনে বলা হয়, ‘নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হল বাংলাদেশের সাংসদের মরদেহ। ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত পাঁচ দিন ধরে তাঁর কোনও খোঁজ মিলছিল না।’
চলতি মাসের ১২ তারিখ চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা জানানোর পর থেকে নিখোঁজ তিনি।
আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আনার।