রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান মানবাধিকার কমিশনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২ পিএম, ৮ মে,
বুধবার,২০২৪ | আপডেট: ১১:২৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সুইজারল্যান্ডের জেনেভায় ৬-৮ মে তিন দিনব্যাপী গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনের বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। এর সাধারণ পরিষদের সভায় এ আহ্বান জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা ও পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক এতে অংশগ্রহণ করেন।
সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার (৭ মে) গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশন সভাপতি মারইয়াম আল আতিয়ার সভাপতিত্বে সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় দিনব্যাপী নানাবিধ কার্যক্রম সম্পাদিত হয়। জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের আঞ্চলিক নেটওয়ার্কসমূহের সভাপতিরা সভায় তাদের বক্তব্য ও প্রতিবেদন উপস্থাপন করেন। জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।