‘মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করাই পুলিশের ঈদ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৫ এএম, ১৩ এপ্রিল,শনিবার,২০২৪ | আপডেট: ০৯:০৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। সেই কাক ডাকা ভোরে সন্তান জেগে ওঠার আগেই বেরিয়ে পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানুষের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে তারাও কাজ করছেন ঈদের দিনে। দায়িত্ব পালনের মধ্যেই কেউ কেউ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
একজন পুলিশ সদস্য বলেন, দেশ ও জাতির দায়িত্ব পালন করতে পারছি। পাশাপাশি ঈদের নামাজ আদায় করলাম। এ এক অন্য রকম অনুভূতি! সবার আনন্দটাই নিজের আনন্দ মনে করে ঈদ পালন করছি। মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করাটাই আমাদের কাছে ঈদ।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরে রাজধানীতে নির্বিঘ্ন চলাচল ও সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি তৎপরতা, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টের সংখ্যা বাড়ানোসহ ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে বিভিন্ন সভা ও সম্মলনের মাধ্যমে সম্মানিত নগরবাসীকে তিনি আশ্বস্ত করেছিলেন ঈদের দিন এবং ঈদের পরের দিনগুলোতে নগরবাসী যেন মন খুলে ঈদ উৎসব উদযাপন করতে পারে সেই লক্ষ্যে ডিএমপির প্রতিটি সদস্য নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবে।