২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে আড়াই কোটি টাকা টোল আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৮ পিএম, ৮ এপ্রিল,সোমবার,২০২৪ | আপডেট: ০৭:২০ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন কর্মমুখী মানুষ। আর এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন চলাচল করায় বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বেড়েছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত রবিবার (০৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (০৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৯ হাজার ৭৮০টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব অংশে ১৫ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৫০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৬৯৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩২ লাখ ৩৫ হাজার ১৫০ টাকা। এছাড়া সেতু দিয়ে দুই হাজার ৭১০টি মোটরসাইকেল পারাপার হয়েছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক গতিতেই পরিবহনগুলো চলাচল করছে। পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।