পরিবারে ফিরলেন অপহরণের শিকার ব্যাংক ম্যানেজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩ এএম, ৬ এপ্রিল,শনিবার,২০২৪ | আপডেট: ০৩:৫৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
তিন দিন পর র্যাবের সহায়তায় পরিবারে ফিরে গেলেন অপহরণের শিকার বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নাজিম উদ্দিন। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে র্যাব-১৫-এর বান্দরবান কার্যালয়ে পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় তাকে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টার মধ্যে সোনালী ব্যাংকের ম্যানেজার মো. নাজিম উদ্দিনকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছি। তাকে আমরা সম্পূর্ণ অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি।’
এদিকে, নাজিমকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে। তার স্ত্রী মাসুরা বলেন, ‘গত কয়েকদিন আমি অন্ধকারে ডুবে ছিলাম। স্বামীকে ফিরে পেয়ে আমি অনেক খুশি। ধন্যবাদ জানাই র্যাব এবং প্রশাসনকে।’
ব্যাংক ম্যানেজার নাজিম উদ্দিন বলেন, ‘আমি আজ র্যাবের কারণে পরিবারের মাঝে ফিরে এসেছি। আমি খুবই খুশি। র্যাবের প্রতি কৃতজ্ঞ।’
বুধবার (৩ এপ্রিল) থানচি থানার সামনে সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা লুট করে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। তাদের প্রতিরোধ করতে আসার পথে থানচি থানা পুলিশের সদস্যদের লক্ষ্য করে দুবার গুলি ছোড়ে অস্ত্রধারীরা।
এর আগে মঙ্গলবার রাতে রুমা বাজারের সোনালী ব্যাংক শাখায় হামলা চালায় কেএনএফের সন্ত্রাসীরা। তারা ওই ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে র্যাব। এদিন সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়টি নিশ্চিত করেছেন।