ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৫ পিএম, ৩১ মার্চ,রবিবার,২০২৪ | আপডেট: ০৫:২৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আগামী ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ঈদে সবাই যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সুপারিশ করেছে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
কমিটির সুপারিশ আগামীকাল মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন মোজাম্মেল হক।
মোজাম্মেল হক বলেন, ‘ছুটির ব্যাপারে কাল একটা সুপারিশ যাবে সরকারের কাছে, একদিন বাড়ানো যায় কি না। ৯ এপ্রিল ছুটির আওতায় আনার সুপারিশ মন্ত্রিপরিষদে যাবে। যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।’